• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় জুয়ার আসরে ১’শ টাকা ধার চাওয়া নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু

বগুড়ায় জুয়ার আসরে মাত্র ১’শ টাকা ধার চাওয়া নিয়ে দ্বন্দ্বে গোপাল চন্দ্র নামের ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা হিন্দুপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। উক্ত ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

নিহত গোপাল ওই গ্রামেরই মৃত চিত্তরঞ্জন চন্দ্রের ছেলে। আর গ্রেফতারকৃতরা হলেন গোপালের জুয়ার খেলার দুই সাথী তেলিহারা হিন্দুপাড়ার বাসিন্দা শ্রী বিকম (৩৫) ও মোঃ হেলাল (২৭)।

বিষয়গুলো নিশ্চিত করেছেনে বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহম্মেদ। পুলিশের এই কর্মকর্তা ঘটনার বরাত দিয়ে জানান, শনিবার রাতে গোপাল গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় এবং বিপ্লব নামের স্থানীয় এক ব্যক্তিকে নিয়ে তেলিহারা হিন্দুপাড়া এলাকার স্থানীয় এক মাঠে জুয়া খেলতে বসেন। দিবাগত রাত ১ টার দিকে জুয়া খেলা শেষে গোপাল ও বিপ্লবের মধ্যে ১০০ টাকা ধার চাওয়া নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে গোপাল বিপ্লবকে তার পায়ের জুতা দিয়ে চড় দেন। পরে বিপ্লব গোপালের বুকে লাথি দিলে গোপাল কিছুটা অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত ২ টার দিকে গোপাল বুকে ব্যাথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পরিবারের সদস্য জুয়ার আসরে মারামারি ঘটনা জানতে পেরে গ্রাম পুলিশ সদস্যদের জানান। পরে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে গোপালের লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে নেওয়া হয়।

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল হক জানান, এই ঘটনায় গোপালের স্ত্রী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সাথে ২জন কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গোপালের মৃত্যুর মূল কারণ ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনায় মূল অভিযুক্ত বিপ্লব ঘটনার পর থেকে পলাতক আছেন। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলমান আছে মর্মে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।