• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ফ্লাওয়ারস বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ উৎসবের আয়োজন

ফ্লাওয়ার্স বাংলাদেশের উদ্যোগে ১৮ এপ্রিল (২৬ রমজান) সকাল ১০টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা প্রতিবছরই তাদের ঈদের খরচ বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন জামা, সেমাই, চিনি, পোলাও চাল, দুধ, চকলেট, টুথপেস্ট, ব্রাশ, নেইল কাটার, মেহেদী, সাবান, শ্যাম্পু, ডালসহ ইত্যাদি উপহার দিয়ে থাকেন।

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে তারা নিজেদের টাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকেন। ফ্লাওয়ার্স বাংলাদেশ সমাজের দায়বদ্ধতা থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ড করে থাকে।

তার মধ্যে উল্লেখযোগ্য হল- ছোটদের ঈদ সামগ্রী উপহার দেওয়া, ফ্রি ব্লাড গ্রুপিং করা, ফ্রি আকুপেসার প্রশিক্ষণ দেয়া, ফ্রি ডায়াবেটিস ও প্রেসার চেক আপ, বিভিন্ন জায়গায় লাইব্রেরি করা।

সেইসাথে আরও রয়েছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করা, বিভিন্ন দর্শনীয় স্থান নিজেরা এবং ছোটদের নিয়ে ভ্রমণ করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণ করা, ভূমিকম্প-ফাস্ট এইড-আগুন এর উপর ফ্রি প্রশিক্ষণ নিয়ে কাজ করা।

উপহার সামগ্রী বিতরণকালে ফ্লাওয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহমুদ খান বিজু বলেন, ফ্লাওয়ার্স বাংলাদেশের প্রতিটি সদস্যের জন্য আজ ঈদ। ঈদ উপহার বিতরণ করার সময়ে যে ভালোলাগা তৈরি হয় সেটা ঈদের থেকেও অনেক বেশি। এই দিনটির জন্য পুরো এক বছর অপেক্ষা করে থাকেন তারা।

এসময় তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল আলম, যুগ্ম সম্পাদক নাসির ইকবাল জাদু, সজিব, আফতাব হোসেন চয়ন রাজা, মো. রাজিব, রুবায়েত, প্রিয়া, পূস্প, মোবারক, নিবিড়, মাসুম, সামী, আফতাব হোসেন, নাজিম, ইমরান, ফয়সাল, রাজিব, আব্দুর রব, ফাহমিদ-উর-রহমান অনি, মান্নান, রাকিব, আবির ও আকাশসহ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সবাইকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।