• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

প্যাসিফিক ক্লাব ঝিনাইগাতীর নতুন কমিটির সভাপতি জুয়েল সাধারণ সম্পাদক রুকন

মোহাম্মদ দুদু মল্লিক:
প্যাসিফিক ক্লাব ঝিনাইগাতী এর ত্রিবার্ষীক সাধারণ সভায় আবু রায়হান জুয়েলকে সভাপতি ও মোঃ রাকিবুল ইসলাম রুকনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে।

১৩ জুলাই বুধবার ঝিনাইগাতী বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের জানানো হয়েছে, মঙ্গলবার অনুষ্ঠিত ত্রিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৮ সদস্য বিশিষ্ট ওই নতুন কমিটি নির্বাচিত করা হয়।

এ কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন সহ সভাপতি শ্রী হরিপদ রায়, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ ঈমন খান, প্রচার ও দপ্তর সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র বর্মন, এবং কার্যকারী সদস্য শাহ আলী আরিফ জানা যায়, প্যাসিফিক ক্লাব ঝিনাইগাতী ২০০১ সালের ১ জুলাই তাদের যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি শিক্ষা, সংস্কৃতি, ক্রিড়া, সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে। প্রতিবছর প্যাসিফিক ক্লাবের উদ্যোগে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন বিদ্যালয়ের শিশু ও কিশোর কিশোরী শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি পালন করে আসছে তারা।বিগত দুই বছর করোনা কালিন সময়ে তাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হয়। কিন্তু থেমে থাকেনি সংগঠনের সদস্যরা। করোনার সময় তাদের নানা ভলান্টিয়ার কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় চষে বেড়াতে দেখা গেছে।

উপজেলা প্রশাসনকে সহযোগিতা দিয়ে বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দেয়া সহ তাদের কার্যক্রম সকলের প্রশংসা পেয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী সময়গুলোতে তাদের কাজের পরিধি আরও বৃদ্ধি করার আশাবাদ ব্যক্ত করেন এবং সমাজের সকলের সমর্থন প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।