• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

পুলিশী প্রহরায় বলাইশিমুল মাঠ ধ্বংস করে নির্মিত হচ্ছে আশ্রয়নের ঘর, বিক্ষোভ-প্রতিবাদও চলছে

বাংলাদেশের একমাত্র আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে এলাকাবাসীর তীব্র প্রতিবাদ এবং পুলিশ প্রহরায়। একটি ভালো কাজ জনরোশের বাইরে গিয়ে বাস্তবায়ন করতে গিয়ে পুলিশী ক্যাম্প বসিয়ে ২৪ ঘন্টা নিরাপত্তা দিতে হচ্ছে। এতে কর্তব্যরত পুলিশও ত্যক্ত-বিরক্ত হচ্ছেন। এতে রাষ্ট্রের হাজার হাজার টাকা খরচ করা হচ্ছে। মাঠের একদিকে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ডিউটিরত চৌকি এবং অপরদিকে মাঠ ধ্বংস করে ঘর নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদকারী জনতার একাংশ।

প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার অবিলম্বে হস্তক্ষেপ কামনা ও দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে শতবর্ষী প্রাচীণ বলাইশিমুল খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের প্রতিবাদে এবং মাঠ রক্ষার জন্য শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচির হিসেবে শুক্রবার (২২ জুলাই) বাদ জুম্মা দুপুরে প্রখর রোদের মাঝে আবারো প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে নেত্রকোণার জেলার কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের শত শত নারী-পুরুষ। বলাইশিমুল ইউনিয়নের একমাত্র এই ঐতিহ্যবাহী মাঠটি রক্ষায় আবারো ফুঁসে উঠেছে শিশু-কিশোর-নারী-পুরুষ-আবাল-বৃদ্ধ-বণিতা। সকল পেশার মানুষ স্বতঃস্ফূর্ত স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধন ও সমাবেশে অবস্থান করেন।

স্থানীয় হাবীবুর রহমান মন্ডলের সভাপতিত্বে ও আবুল কালাম আল আজাদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মিলন, কিবরিয়া, ইমরান, সাইমন আক্তার, লোকমা সৃজন প্রমূখ।

সমাবেশে প্রতিবাদকারীরা জানান, বলাইশিমুল ইউনিয়নে প্রচুর খাস জমি আছে, সেগুলোতে আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মাণ না করে একশ্রেণীর অতিউৎসাহী সরকারকে খুশি করার জন্য মাঠ দখল করে খেলার পরিবেশ ধ্বংস করে আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মাণ করতে উঠে পড়ে লেগেছে। শতবর্ষী প্রাচীণ লম্বালম্বি বলাইশিমুল খেলার মাঠটির দক্ষিণ পাশে একটু নিচু প্রচুর খালি জমি পড়ে আছে। কিন্তু তা সত্তে¡ও যাতে মাটি ভরাট করা না লাগে সেজন্য উচু মাঠটিই বিনষ্ট করে নির্মিত হচ্ছে আশ্রয়ন প্রকল্পের ঘর। স্থানীয় সকল শ্রেণীপেশার মানুষ আশ্রয়ন প্রকল্পের বিরুদ্ধে কোনো বিদ্বেষ পোষণ করছে না, এলাকাবাসীর দাবী আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মিত হোক এবং খেলার মাঠটিও অক্ষত থাকুক।

নেত্রকোনার কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামে ১ একর ৮৭ শতাংশ ভূমির প্রাচীণ একটি খেলার মাঠের এক অংশে সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় গুচ্ছ গ্রাম করছে কেন্দুয়া উপজেলা প্রশাসন।

মানববন্ধনের মূল সমন্বয়ক চিরাং ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক, এবং আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক), কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুল কবির খান বলাইশিমুল ইউনিয়নের শতবর্ষী খেলার মাঠটি রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে বলেন বলাইশিমুল ইউনিয়নের সরকারি খাস জমির পরিমান ৮৪ একর, তন্মধ্যে বলাইশিমুল গ্রামেই সরকারি খাস জমির পরিমাণ ১০ একর, ৩ একর ৬৭ শতাংশ জমি কান্দা যা বাড়ি করার উপযোগী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।