• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

পানি অধিকার নিয়ে কর্মশালায় উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

পানি অধিকার ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা নিয়ে বগুড়ায় চার দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছে। কর্মশালার তৃতীয় দিনে বগুড়ার শাহজাহানপুর উপজেলা চেয়ারম্যান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে শাজাহানপুর উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন নারীদের পানির সাথে সব থেকে বেশী সময় দিতে হয় তাই তারা যাতে পানির অপচয় এবং অপব্যবহার না করে সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে। সাথে সাথে নারীর ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষায় জোর দিতে হবে। মহিলা বিষয়ক অফিসার বলেন নারীকে থেমে গেলে চলবে না। তাদের এই কাজে এগিয়ে যেতে হবে। অংশগ্রহণকারী নারী প্রধানদের জানান যে স্থানীয় ভাবে অনেক কাজ করার আছে। থেমে গেলে চলবে না আমাদের সকলে মিলে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু পানি অধিকারের সাথে পানি ব্যবহার ও নদী দখল দূষণ মুক্ত রাখার জন্য সকলের কাছে দাবী জানান।
তিনি বলেন, যারা আমাদের দেশের নদী এবং পরিবেশ ধ্বংশ করছে তারা শুধুমাত্র অন্যের ক্ষতি করছে না তারা প্রকারন্তরে নিজেদের ক্ষতি করছে। পাতালের পানির স্তর নীচে নেমে যাচ্ছে। বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের প্রতি আহবান জানান যে তারা যেন স্ব স্ব এলাকায় ফিরে গিয়ে প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান নিয়ে স্থানীদের মাঝে সচেতনতা সৃষ্টি করে। সাথে সাথে নিজেরাও যেন পানি অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপজেলা চেয়ারম্যান করতোয়াসহ অন্যান্য নদী রক্ষায় সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। নিজেদের জন্যই নদী রক্ষা করতে হবে বলে তিনি আলোচনায় জানান।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা এবং রোপ এনজিও প্রধান তাহমিনা পারভীন (শ্যামলী), এলআরডি’র কর্মসূচি কর্মকর্তা মির্জা মো: আজিম হায়দার এবং ফারহানা ফেরদৌস।

আলোচনা সভায় বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর এবং সিরাজগঞ্জ জেলার ২৮ টি সংস্থার মোট ৩০ জন অংশগ্রহণকারী এবং এএলআরডি ঢাকার ২ জন কর্মকর্তাসহ মোট ৩২ জন উপস্থিত ছিলেন। মোট ৩২ জনের মাঝে ২১ জন নারী ও ১১ জন পুরুষ প্রতিনিধি ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।