• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

পলাশবাড়ীর পরিত্যক্ত করতোয়া বাঁধে ২৫ বছর বসতি ভূমিহীন হিন্দুসহ ২১ পরিবারের মাথায় হাত

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিধি মোতাবেক অবৈধ স্থাপনা অপসারণ-উচ্ছেদ নোটিশ পেয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পরিত্যক্ত করতোয়া বাঁধে ২৫ বছর ধরে বসবাসরত ভূমিহীন মুসলিম ও হিন্দুসহ ২১ পরিবারের মাথায় হাত। দুঃশ্চিন্তা আঁকড়ে ধরেছে। দীর্ঘবছরের বসতি ছেড়ে আকস্মিক এসময় তারা যাবেন কোথায়?

উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম নয়ানপুর গ্রাম সিমানা দিয়ে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। বিগত সময় উপর্যুপরি বন্যার সময় বাঁধটি ভেঙ্গে যায়। পরবতীতে ওই ভাঙ্গা বাঁধ স্থান থেকে অনতি দূরে নতুন করে আবারো বাঁধ নির্মাণ করা হয়। ভাঙ্গা বাঁধটি পরিত্যক্ত থাকার সুবাদে বিগত ১৯৯৮ সালের বন্যায় ওই গ্রামের পশ্চিমপাড়ার ভূমিহীন ১৩ এবং মাঝিপাড়ায় ভূমিহীন হিন্দু সম্প্রদায়ের ৮ সহ মোট ২১ পরিবার নিয়মিত বসতি শুরু করেন। সেই থেকে অদ্যাবধি ভূমিহীন পরিবারগুলো ওই বাঁধেই বসবাস করে আসছেন। বাঁধে বসবাসের সুবাদে পলাশবাড়ী উপজেলা এলাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) পরিবার গুলোকে স্বাবলম্বী করতে আর্থিক ঋণ প্রদান করেন। শুধু তাই নয় স্ব-স্ব পরিবারের বিপরীতে পল্লী বিদ্যুতের পৃথক সংযোগ গ্রহণ করে।

এদিকে; গত ২৯ মার্চ ২০২৩ তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক স্বাক্ষরিত এক নোটিশ পত্রে জানানো হয় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধ পন্থায় নির্মিত ঘরবাড়িসহ অন্যান্য স্থাপনা ৭ দিনের মধ্যে সরকারি ভূমিতে সার্বিক কর্মকান্ড বন্ধ করে স্থাপনাসমূহ অন্যত্র স্থানান্তরের জরুরি নির্দেশ প্রদান করা হয়।

নোটিশপত্র পাওয়ার পর সরেজমিন তথ্যানুসন্ধানে দেখা যায়, পশ্চিম নয়ানপুর পশ্চিমপাড়ার ভূমিহীন পরিবারগুলোর মধ্যে আঃ সামাদ, আঃ ছাত্তার, মজনু মিয়া, গোলজার মিয়া, এখলাছ, মমতা বেওয়া, আতিয়ার, গোলফি বেগম, মাসুদ, হাসানুর, ফরহাদ, শাহারুল ও সালমান ছাড়াও হিন্দু সম্প্রদায়ের জেলে পরিবার গুলোর মধ্যে বানেশ্বর, সঞ্জিত, সাঞ্জু ও শান্তসহ বসবাসরতরা হাউ-মাউ করে কান্না শুরু করে। তারা বলেন স্ব-পরিবারে মাথা গোঁজার ঠাঁই বলা ঠিকানা বলতে আমাদের এটাই। যাবার কোনো জায়গা নেই। আমরা যাব কোথায়। আমরা নিঃস্ব। আমাদের কোন জমি নেই। আমরা সকলেই ভূমিহীন। আমরা
আমাদের পরিবার নিয়ে এখন কোথায় যাব।

চলমান সময় মানবতার মমতাময়ী ‘মা’ মাননীয় প্রধানমন্ত্রী উপহার স্বরূপ গৃহহীন-ভূমিহীন ছিন্নমূল মানুষদের জন্য জমিসহ ঘর নির্মাণ করে দিচ্ছেন। একই সময় সেখানে পানি উন্নয়ন বোর্ড আমাদের দীর্ঘ বছরের বসতি স্থাপনা অপসারণের নোটিশ দিয়েছেন। বিষয়টি আমাদের মড়ার উপর খাঁড়ার ঘাঁ রূপে দেখা দিয়েছে। মানবিক কারণে আমাদের বসতি স্থায়ী করণে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও এলাকার সর্বস্তরের জনপ্রতিনিধি ছাড়াও সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। ছবি


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।