• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নেত্রকোণায় বিজয় মিছিলে হামলায় নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

নেত্রকোণা-১ (কেন্দুয়া-আটপাড়া) আসনের আটপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে নৌকার সমর্থকদের হামলায় একজন নিহতের ঘটনায় ১৮ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার রাতে নিহতের ভাই সোহাগ হাসান বাদী হয়ে মামলাটি করেন। এতে লুনেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুবলীগ সদস্য জুনায়েদ, সাখাওয়াত হোসেন বারীসহ ১০জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৮ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার সাখাওয়াত হোসেন বারী লুনেশ্বর ইউনিয়ন যুবলীগের সদস্য। নিহত নূরুল আমিন স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিনের সমর্থক ও আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের দেওগাঁও গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

মামলার বরাতে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট শেষে রাতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদারের জয়ে তাঁর সমর্থকেরা দেওগাঁও বাজারে বিজয় মিছিল করে। এসময় নৌকার সমর্থকেরা মিছিলে হামলা চালালে নূরুল আমিনসহ অন্তত ১২ জন আহত হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরুল আমিনের মৃত্যু হয়।’

ওসি তাওহীদুর রহমান আরও বলেন, গ্রেপ্তার বারীকে নেত্রকোণা বিচারিক আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।