• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নিজের দেওয়া আগুনে ভাইকে নিয়ে ঝাঁপ, দুজনেরই মৃত্যু

কুমিল্লার লালমাই উপজেলায় আগুনে পুড়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামের পূর্ব পাড়ায় শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—দত্তপুর গ্রামের মৃত আমান মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধী মো. শাহজাহান (২৮) ও শারীরিক প্রতিবন্ধী সোহাগ মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মা, সৎ বাবা ও দুই প্রতিবন্ধী ভাই একসঙ্গে থাকতেন।
নিহতের মা অন্যের বাড়িতে ও বাবা দিনমজুর হিসেবে কাজ করেন।

শুক্রবার রাতে মাসিক প্রতিবন্ধী শাহজাহান নিজেই বসতঘরে আগুন ধরিয়ে দেন। এরপর শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই সোহাগকে আগুনে ফেলে নিজেও ঝাঁপ দেন। এ সময় তাদের চিৎকারে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন।

সবার সামনে বাঁচার জন্য চিৎকার করতে থাকে দুভাই। কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু ততক্ষণে বসতঘরসহ দুই ভাই আগুনে পুড়ে মারা যায়।

লালমাই থানার ওসি মোহাম্মদ আইউব বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। রাতেই সেখানে গিয়েছিলাম। ঘটনার সময় তাদের মা-বাবা কেউই বাড়িতে ছিলেন না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।