• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নালিতাবাড়ীতে যৌতুকের টাকা দাবীতে শিক্ষিকা স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ীতে যৌতুকের টাকার দাবীতে শিক্ষিকা স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে। উপজেলার পাঁচগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বীরমুক্তিযোদ্ধার কন্যা লক্ষী রানীকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতনের করায় নারী ও শিশু নির্যাতন দমন মামলায় চাকুরিজীবি স্বামী টিটু সরকারকে নেত্রকোনা হতে আটক করে শেরপুর জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। এ ঘটনায় স্ত্রী লক্ষী রানী সুবিচার প্রার্থনা করেছেন।

জানা গেছে, হিন্দু ধর্মানুসারে ২০১৯ সালে ১১ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিক্রমে নেত্রকোনা সদর উপজেলার ক্ষিতিশ চন্দ্র সরকারের ছেলে নেত্রকোনার কেন্দুয়া পল্লী সঞ্চয় ব্যাংক এর জুনিয়র অফিসার পদে চাকুরীরত টিটু চন্দ্র সরকারের সাথে নালিতাবাড়ী উপজেলার বীরমুক্তিযোদ্ধা হরিশ চন্দ্র সরকারের তৃতীয় কন্যা শিক্ষিকা লক্ষী রানী সরকারের বিয়ে হয়। বিয়ের পরে দুজনেই দুই জায়গায় চাকুরী শুরু করেন। এ কারনে নেত্রকোনা ও নালিতাবাড়ীতে দুজনেরই পরিবারিকভাবে যাতায়াত অব্যাহত থাকে। দুজনের দাম্পত্য জীবন ভালই চলছিল। বিয়ের ৭ মাসের মধ্যেই যৌতুকের টাকা দাবী করে টিটু।

গত ১৮ মার্চ টিটু লক্ষীর পিত্রালয় নালিতাবাড়ীতে এসে লক্ষীর নিকট ৫ লক্ষ টাকা যৌতুক হিসেবে দাবী করে। লক্ষী রানী এই যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় এক পর্যায়ে তাকে চুলের মুঠি ধরে কিল, ঘুষি, লাথি মেরে শারিরীকভাবে মারপিট এবং নিযার্তন করে। এ ঘটনায় লক্ষী রানী অসুস্থ্য হয়ে পড়েন। ওই দিনই সে নালিতাবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন। পরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৮০/২০২২। গত বৃহস্পতিবার (২ জুন) পুলিশ এই মামলায় টিটুকে নেত্রকোনা হতে আটক করে শেরপুর জেল হাজতে জেল হাজতে প্রেরন করেন।

শিক্ষিকা লক্ষী রানী বলেন, বিয়ের পর হতে টিটু আমার কাছে যৌতুকের টাকা দাবী করছে। এই টাকার জন্য সে আমাকে শারিরীক ও মানসিকভাবে প্রতিনিয়ত নির্যাতন করে চলেছে। নিরুপায় হয়ে আমি আইনের দারস্থ হয়েছি। কেউ যাতে এমন নির্যাতনের শিকার না হয়। আমি এর বিচার চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমনা কুবি বলেন, এই মামলায় টিটু সরকার জেল হাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রæতই আদালতে চার্জশীট প্রদান করা হবে।

লক্ষী রানীর আইনজীবি এডভোকেট হরিদাশ কর্মকার স্বপন বলেন, আসামী টিটুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। শিক্ষিকা লক্ষী রানী যাতে সুবিচার পায় এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।