• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নালিতাবাড়ীতে কয়েক হাজার মুসল্লীর ইসরাইলী আগ্রাসনবিরোধী বিক্ষোভ

দখলদার ইসরাইলের আগ্রাসন ও নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছেন কয়েক হাজার আলেম-ওলামা ও মুসলিম জনতা।

ইসরাইল ও সবধরণের ইসরাইলী পণ্য বয়কটের ঘোষণা দিয়ে শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা শেরপুরের নালিতাবাড়ী শহরে ইত্তেফাকুল ওলামার আয়োজনে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নিয়ে একাত্মতা ঘোষণা করেন।

ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ী শাখার সভাপতি মুফতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে উপজেলার মুজিব শতবর্ষ মঞ্চে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, ইত্তেফাকুল ওলামার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল কায়েশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর, কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা মুজিবর রহমান, উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা সামেদুল ইসলাম, মুফতি আবু সুফিয়ান, মাওলানা মোশতাক আহমেদসহ অনেকে।

ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ী শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসরাইলবিরোধী এ মিছিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন। পরে শহরের আড়াইআনী বাজার কালেমা চত্বরে মিলিত হয়ে ইসরাইলী পতাকা জ¦ালিয়ে বিশেষ মোনাজাত করেন ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ী শাখার সভাপতি মুফতি ওবায়দুর রহমান।

এর আগে জুম্মার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেকে ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।