• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নালিতাবাড়ীতে এসএসসি ৯৪ ব্যাচের মিলন মেলা

শেরপুরের নালিতাবাড়ীতে এসএসসি ৯৪ ব্যাচের আয়োজনে মিলন মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) দিনব্যাপী উপজেলার প্রাকৃতিক শোভামন্ডিত সীমান্তবর্তী পানিহাটা গারো পাহড়ে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে শেরপুর ও নালিতাবাড়ী উপজেলার ১৯৯৪ সালের এসএসসি পাশ করা ১৫১ জন বন্ধু অংশ গ্রহন করেন।

এ উপলক্ষে শুক্রবার সকালে নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মিনার চত্ত্বর থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা পানিহাটা পাহাড়ের উদ্যেশ্যে রওয়ানা হয়।

সকাল দশটায় সেখানে পৌঁছে নাস্তা সেরে বন্ধুদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে ৯৪ ব্যাচের বন্ধু টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড. উমর ফারুক, ঢাক দক্ষিণ সিটির নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম, নালিতাবাড়ীর সাবেক পৌর মেয়র ভিপি আনোয়ার হোসেন, যুব লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, আব্দুর রশীদ মহিলা কলেজের প্রফেসার মতিউর রহমান, সাংবাদিক এম. সুরুজ্জামান, মঞ্জুরুল আহসান, কবি হাসানুজ্জামান বুলবুল, শিক্ষক মিনারুজ্জামান মিন্টু, হারুনুর রশীদ মকুল, আজিজুল ইসলাম, হারুনুর রশীদ বাবু, হাদিউল ইসলাম হাদি, ব্যবসায়ী গৌতম সরকার, আমিন আল মামুন সরকার, নাজমুল হক, ডাক্তার মোস্তাক আহমেদ, চৌধুরী ইকবাল হোসেন, মনিরুজ্জামান, রাজনীতিবীদ আতিকুর রহমান মানিক, লতিফুল ইসলাম বকুল, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ শুভেচ্ছা বিনিময় করেন। পরে দুপুরের খাবার পরিবেশন ও বিকেলে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এদিন ৯৪ ব্যাচের সকল বন্ধুরা একত্রিত হয়ে শিক্ষা জীবন শেষ করে বর্তমান কর্মজীবনের এসে অতীতের স্মৃতিচারন করে আবেগাল্পুত হয়ে পড়েন। তারা জানান বন্ধু কখনো বুড়ো হয় না। এসময় ৯৪ ব্যাচের সকল বন্ধুরা মিলে আর্তমানবতার সেবায় একটি ফাউন্ডেশন গঠনে পরিকল্পনা গ্রহন করার কথা জানান।

এছাড়া আগামী ২৮ শে রমজান ওই ব্যাচের বন্ধুরা মিলে একটি ইফতার মাহফিল আয়োজন ও প্রতি বছর জানুয়ারী মাসের শেষ সপ্তাহ থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহে ধারাবাহিকভাবে ভিন্নভিন্ন স্থানে মিলন মেলার আয়োজন করার ঘোষনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।