• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নালিতাবাড়ীতে এসএসসি ব্যাচ ৯৭ এর উদ্যোগে ছত্র-শিক্ষক মিলন মেলা ও সম্মাননা প্রদান

শেরপুরের নালিতাবাড়ীতে এসএসসি ব্যাচ ৯৭ এর রজত জয়ন্তি উপলক্ষে ছাত্র-শিক্ষক মিলন মেলা ও ৫৬ জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও উপহার হিসাবে স্যাল চাদর দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) নালিাতাবাড়ী উপজেলা অডিটরিয়ামে সকাল থেকে সন্ধাপর্যন্ত ১৯৯৭ সালে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদরাসার অবসপ্রাপ্ত ও বর্তমানে কর্মরত ৫৬ জন শিক্ষককে সম্মননা, উপহার প্রধান, সৃতিচারন মূলক বক্তব্য ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

শাহাদত হোসেন খোকনের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন ৯৭ বন্ধু আবুসিনা মোহাম্মদ জোবায়ের। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক, আব্দুল হাকিম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু যোগেন চন্দ্র রায়, তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক খন্দকার আবুল কাশেম, তারাগঞ্জ ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাসুদ করিম প্রমুখ।

শিক্ষকগণ তাদের বক্তব্যে অনেকেই আবেগ আপ্লত হয়ে ২৫ বছর পরে শিক্ষার্থী আমাদের স্বরনে রেখে সম্মনা দেওয়া নালিতাবাড়ীতে এই প্রথম বলে তারা উল্লেখ করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের প্রিয স্যাররকে কাছে পেয়ে বিভিন্ন সৃতিচারন মূলক কথা ও ছবি তুলতে মেতে উঠে।

ছাত্র-শিক্ষক মিলন মেলায় শিক্ষার্থীদের মধ্যথেকে বক্তব্য রাখেন তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষে সাব্বির আহমেদ বাধন, হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ের পক্ষে আকিকুল ইসলাম, তারাগঞ্জ ফাজিল মাদরাসোর পক্ষে আব্দুল হান্নান। ১৯৯৭ এসএসসি/দাখিল পরিক্ষার্থী এমন ১৫৭ জন নিবন্ধন করে অনুষ্ঠানে অংশ নেয়।
রেফল ড্র এর মাধ্যমে আয়োজকদের পক্ষে এনএনসি ব্যাচ ৯৭ বন্ধু সাংবাদিক আব্দুল মোমেন সকলকে ধন্যবাদ দিয়ে বর্ণিল এই অনুষ্ঠানের সমাপনি ঘোষনাকরে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।