• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নদী দিবসে বগুড়ায় করতোয়া নদীতে কাগজের নৌকা ভাসালো শিক্ষার্থীরা

বিশ্ব নদী দিবসে বগুড়ায় করতোয়া নদীতে কাগজের প্রতীকী নৌকা ভাসিয়ে শিক্ষার্থীরা নদী রক্ষার দাবী জানালেন । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া শাখার উদ্যোগে রবিবার দুপুরে সচেতনতামূলক মানববন্ধন, র‌্যালী শেষে নদীতে প্রতীকী কাগজের নৌকা ভাসিয়ে দখল দুষনমুক্ত নদীর দাবী জানান তারা।

বাপা বগুড়া শাখার সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান এর সভাপতিত্বে করতোয়া নদী তীরবর্তী বগুড়া মহিলা কলেজ প্রাঙ্গণে বিশ্ব নদী দিবস কর্মসূচীর উদ্বোধন করেন বগুড়ার বিশিষ্ট শিক্ষাবিদ-প্রাবন্ধিক, কবি বজলুল করিম বাহার।

এসময় নদী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাপা কেন্দ্রীয় সদস্য ও বগুড়া শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। বক্তব্য রাখেন বগুড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন রাজু, শিক্ষাবিদ মিজানুর রহমান। বগুড়া মহিলা কলেজের দু’শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসপি ব্রীজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপা বগুড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার।

মানববন্ধন শেষে শিক্ষার্থীদের নিয়ে বাপা নেতৃবৃন্দ মহিলা কলেজ সংলগ্ন করতোয়া নদীতে প্রতীকী কাগজের নৌকা ভাসানোর মধ্য দিয়ে পুরো কর্মসূচী শেষ হয়।

আড়াই হাজার বছর আগে যে নদীকে ঘিরে গড়ে উঠেছিল পুন্ড্র সভ্যতা, কালের আবর্তনে সেই করতোয়া নদী আজ মৃতপ্রায়। আদালতের নির্দেশনায় নদীর অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের তৎপরতা দেখা গেলেও দূষণ রোধে কোনো উদ্যোগ নেই। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবারো করতোয়া নদী প্রাণ ফিরে পাবে এমনটাই প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।