• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নদীর পাড়ে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

মোংলা নদীর পাড় থেকে কুকুরে নিয়ে যাওয়ার সময় সদ্যভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ফেব্রয়ারী) সকালে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ১নং শ্রমিক জেটি এলাকার নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হযেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান স্থানীয়রা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার ভোরের দিকে মোংলা নদীর রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু পড়ে আছে এবং তা কয়েকটি কুকুরে টানাটানি করছে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন কাছে গিয়ে পলিথিনের ব্যাগের মধ্যে একটি শিশুর লাশ দেখতে পায় তারা। পরে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে মোংলা থানার ওসি (তদন্ত) বিকাল চন্দ্র ও সেকেন্ড অফিসার ঠাকুর দাশসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিন খুলে এক হাত বিচ্ছিন্ন এক নবজাতকের মরদেহ উদ্ধার করে।

এসময় শিশুটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। নবজাতকটি ছেলে শিশু এবং সদ্য ভুমিষ্ট বলে ধারণা স্থানীয়দের। এদিন ভোরে কে বা কারা লাশটি ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিক ধারণা করেছে পুলিশ। তবে এ জঘন্যতম ঘটনা উদঘাটনের জন্য তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বলেন, নদীর পাড়ে লোকজন কাজ করতেছিল। এসময় একটি পলিথিনে মোড়ানো একটি নবজাতকের লাশ দেখে আমাকে বললে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। তবে তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি স্থানীয়দের।

মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, স্থানীয় কাউন্সিলর ও স্থানীয়দের দেয়া খবরে নদীর পাশ থেকে এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শনিবার ভোরে লোকজনের অজান্তে কে বা কারা পলিথিনের এ ব্যাগটি ফেলে রেখেছে। এর সত্যতা নিশ্চিতের জন্য তদন্ত চলছে। এর রহস্য উদঘাটন করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি। এর আগে ২০২১ সালের ৭ ডিসেম্বর উপজেলার নারকেলতলা মাছমারা এলাকায় খালের চর থেকে ভাসমান অবস্থায় এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছিল পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।