• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পরে এক জেলে নিখোঁজ হয়েছে। শুক্রবার রাত ২ টার দিকে পশুর নদীর ধানসিদ্ধির চর এলাকায় পানির ডেউয়ের তোড়ে নৌকা থেকে সিটকে নদীতে পরে নিখোঁজ হয়।
রাত থেকেই নিহতের পরিবার ও অন্যান্য জেলেরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বনবিভাগ ও নিখোঁজ জেলের স্বজনরা জানান, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের বশির শেখ (৪০) সুন্দরবনে মাছ ধরার জন্য চাঁদপাই ষ্টেশন থেকে পাশ-পারমিট নিয়ে মাছ ধরতে যায় তিনি৷ বন্দরের পশুর নদীর হাড়বাড়ীয়া ধনসিদ্ধির চর এলাকায় পৌছালে নদীর ডেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে নদীতে পরে নিখোঁজ হন।

নৌকায় থাকা তার অপর সহযোগী জেলে সজীব আকন (২২) সাথে সাথেই নদীতে লাফিয়ে পড়েও তাকে উদ্ধার করতে পারেনি। রাতে পরিবার ও বন বিভাগকে খবর দেয়া হলে স্বজন ও স্থানীয় অপর জেলেরা মিলে নিখোঁজের সন্ধানে তল্লাশি চালিয়ে না পেয়ে ফিরে আসেন। পরবর্তীতে বিষয়টি কোস্টগার্ডকে জানান তারা। কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় তল্লাশী চালাচ্ছে। নিখোঁজ বশির শেখ চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার ষ্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, নিখোঁজ জেলের সন্ধানে শনিবার সকাল থেকে ঘটনাস্থলে তল্লাশী চালাচ্ছে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল। যতক্ষণ পর্যন্ত তার সন্ধান না পাওয়া যাবে ততক্ষণ এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।