• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নজরুল সংগীত শিল্পী ফেরদৌস পারভীনের পাতাবাহার খেলাঘর আসর পরিদর্শন

শেরপুরের পাতাবাহার খেলাঘর আসরের সান্ধ্যকালীন নৃত্য প্রশিক্ষণ অনুষ্ঠানে ক্ষুদে নৃত্যশিল্পীদের সাথে সময় কাটিয়েছেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী, কবি ও গবেষক ফেরদৌস পারভীন। ১৩ মে শুক্রবার সন্ধ্যায় সরকারি মহিলা কলেজ মোড়ে অবস্থিত পাতাবাহার খেলাঘর আসরে নৃত্য প্রশিক্ষণ চলাকালে ফেরদৌস পারভীন ক্ষুদে নৃত্যশিল্পীদের বেশ কয়েকটি নৃত্য উপভোগ করেন এবং ভূয়সী প্রশংসা করেন।

এসময় উপস্থিত সুধীজনদের মাঝে কবি সংঘ বাংলাদেশ এর সভাপতি কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ, পাতাবাহার খেলাঘর আসরের সহ-সভাপতি প্রভাষক মলয় চাকী, সাধারণ সম্পাদক দীপক দাম, নৃত্য-প্রশিক্ষক সাইদ ইবনে হাম্মাদ সোহাগ এবং অভিভাকদের মধ্যে রুমীরানী দত্ত বক্তব্য রাখেন। প্রভাষক মলয় চাকী জানান, ১৯৭২ খ্রিস্টাব্দে স্থাপিত পাতাবাহার খেলাঘর আসর থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক শিল্পী প্রতিষ্ঠালাভ করেছেন। তিনি আরো জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের ভিসি ড. সৌমিত্র শেখর দে পাতাবাহার খেলাঘর আসরের প্রশিক্ষণার্থী ছিলেন।

উল্লেখ্য, সাবেক উপসচিব ফেরদৌস পারভীন শেরপুর জেলার নকলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা গ্রামের ঐতিহ্যবাহী সরকার বাড়ির সন্তান এবং শেরপুরের সাবেক গভর্ণর এডভোকেট আনিসুর রহমান (এমএনএ)এর ভাগ্নী। তাঁর এক ভাই অতিরিক্ত সচিব এ,এইচ,এম সাদিকুল হক আমেরিকাস্থ বাংলাদেশ দুতাবাসের প্রেস মিনিস্টার ছিলেন, বড়বোন নার্গিস আনার ময়মনসিংহ বিদ্যাময়ী স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও যাত্রী টিভির ডিরেক্টর জেনারেল আজম ফারুক তাঁর ছোটভাই।

এছাড়াও ছোটবোন নাসরিন পারভীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক ছিলেন। ১০ ভাইবোনের মধ্যে তাঁরা আট ভাইবোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারা সবাই স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। ফেরদৌস পারভীন কবি ও সাংবাদিক তালাত মাহমুদের ফুফু।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।