• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নজরুল বিশ্ববিদ্যালয়ে সশরীরে হবে পরীক্ষা, চালু থাকছে আবাসিক হল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
অনলাইন ক্লাসের পাশাপাশি সশরীরে চলমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চালু থাকছে সব আবাসিক হল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনলাইনে ৩৮তম জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

পরে রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, একাডেমিক কাউন্সিলের সভায় সশরীরে সকল পরীক্ষা নেয়া, সকল বিভাগের ক্লাস চালু থাকবে অনলাইনে। তবে শিক্ষার্থীদের দিক বিবেচনা করে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে আবাসিক হলগুলো, সামাজিক দূরত্ব মেনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাফতরিক কার্যক্রম চালু, চলমান ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম যথারীতি চালু থাকার পাশাপাশি ক্যাম্পাসে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাস খোলা থাকবে তবে আমরা কিছু বাধ্যবাধকতা দিয়ে দিয়েছি এগুলো মেনে আমাদের সব কার্যক্রম পরিচালনা করতে হবে।

একাডেমিক কাউন্সিল সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, প্রক্টর ড. উজ্জল কুমার প্রধান, ছাত্র উপদেষ্টা তপন কুমার প্রধান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।