• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলা প্রেসক্লাব’র আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঐতিহ্যবাহী “নকলা প্রেস ক্লাব”-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) রাত ৯টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় প্রেস ক্লাবের অফিস কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

ক্লাবটির সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে ও সদস্য রাইসুল ইসলাম রিফাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) আব্দুল্লাহ আল-আমিন, সদস্য মোশাররফ হোসেন শ্যামল ও সিমানুর রহমান সুখন প্রমুখ।

সভাপতি মো. মোশারফ হোসাইন তাঁর স্বাগত বক্তব্য শেষে আলোচনার মূলপর্ব শুরু হয়। আলোচনান্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রতি মাসের প্রথম শুক্রবার রাত এশা নামাজের পর (ঘড়িতে সময় ঠিক ৯টা) মাসিক মিটিং শুরু করা। গঠনতন্ত্র মোতাবেক মাসিক ও বার্ষিক চাঁদা নিয়মিত করন।

এছাড়া সোনালী ব্যাংক নকলা শাখায় “নকলা প্রেস ক্লাব” এর নামে দ্রুত সময়ের মধ্যে একটি সঞ্চয়ী হিসাব খোলার সিদ্ধান্ত হয়। হিসাবটি ক্লাবের সাধারণ সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক ও তথ্য-গবেষণা সম্পাদক এই ৩ (তিন) জনের যৌথ স্বাক্ষরে খোলা হবে, তবে এদের মধ্যে যেকোন ২ (দুই) জনের স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা উত্তোলণ করা যাবে মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

বিশেষ করে উপযুক্ত ও যৌক্তিক কারন ছাড়া ক্লাবের যেকোন নেতা বা সদস্য পর পর ৩ (তিন) টি মাসিক মিটিং-এ অনুপস্থিত থাকলে, পর পর ৩ (তিন) মাসের মাসিক চাঁদা দিতে ব্যর্থ হলে, পর পর ২ (দুই) টি জাতীয় কোন অনুষ্ঠানে উপস্থিত থাকতে ব্যর্থ হলে নকলা প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ওই সাংবাদিক নেতা বা সদস্যের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হবে মর্মে আবারও জানান দেওয়া হয়।

এছাড়া নকলা প্রেস ক্লাবের নামে উপজেলায় যেন একাধিক সংগঠন পরিচালিত হতে নাপারে তথা যেকেউ যেন ঐতিহ্যবাহী “নকলা প্রেস ক্লাব”এর নামে পদ পদবী ভাঙ্গিয়ে কোন প্রকার বিশৃঙ্খলা বা জনমনে ও সরকারি বা বেসরকারি কোন দপ্তরে বিভ্রতকর পরিবেশের সৃস্টি করতে না পারে সেদিকে প্রেস ক্লাবের সকলকে আরও সোচ্চার হতে সকলকে অনুরোধ জানানো হয়। এর ব্যত্যয় ঘটলে প্রয়োজনে গঠনতন্ত্র মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সকলকে আরও তৎপর হতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।