• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলতাফ, সম্পাদক জাহাঙ্গীর

শেরপুরের নকলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপস্থিত শিক্ষকগনের সর্বসম্মতিক্রমে নকলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন-কে সভাপতি ও পূর্ব কায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আলম-কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এ ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন- নির্বাহী সভাপতি নকলা চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার রহমান, নির্বাহী সাধারণ সম্পাদক গড়ের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক উরফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক।

এ উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে চান্দের কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নকলা চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন- নবনির্বাচিত সভাপতি মো. আলতাফ হোসেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত নির্বাহী সভাপতি মো. জুলফিকার রহমান, খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মো. চাঁন মিয়া, নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিদা খাতুন, গড়ের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আঞ্জুমান আরা বেগম প্রমুখ।

এসময় ছত্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, শিববাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমির উদ্দিন, উরফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. ফজলুল হক, মমিনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোস্তাক হোসেন, নকলা চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইসমাইল হোসেন, বালিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহজাহান আলম, সিংগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আকবর আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ শিক্ষক সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সদস্য সিমানুর রহমান সুখনসহ সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, শাহাজাদা স্বপন, জাহাঙ্গির হোসেন আহম্মেদ, শফিউল আলম লাভলু ও শফিউজ্জামান রানাসহ অনেকে উপস্থিত ছিলেন।

সবশেষে উপস্থিত শিক্ষকগনের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, নির্বাহী সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাহী সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগনকে আগামী কয়েক দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করে তা অনুমোদনের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।