• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় সিআইজি গ্রুপের কৃষক সম্মেলনে ঈদ উপহার প্রদান

শেরপুরের নকলায় কমন ইন্টারেস্ট গ্রুপ (সিআইজি) কৃষক গ্রুপের কংগ্রেস বা কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার সমমনা কৃষকদের নিয়ে গঠিত সিআইজি কৃষক গ্রুপের ১৫০ জন কৃষক-কৃষাণী নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের অর্থায়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. সুকল্প দাস।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার।
কৃষক সম্মেলনের আলোচনা সভার পরে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল সিআইজি কৃষক গ্রুপের ১৫০ জন কৃষক-কৃষাণীদের হাতে জেলা ব্যান্ডিং পণ্য তুলশীমালা চাল ঈদ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়া উপস্থিত সকল কৃষক-কৃষাণীর মাঝে অপ্রচলিত ফসল হিসেবে পরিচিত গাছ আলুর বীজ তুলে দেওয়া হয়।

এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দেড়শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।