• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় ‘সালমান ক্যাডেট একাডেমি’র শাখা উদ্বোধন ও সুধী সমাবেশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় স্বাধীনতার পক্ষের শক্তিতে বিশ্বাস রেখে গুণগত মানসম্পন্ন বাংলা মাধ্যমে আধুনিক শিক্ষার প্রসারের লক্ষ্যে ‘সালমান ক্যাডেট একাডেমি’ নামক আধুনিক একটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একটি শাখার শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সালমান ক্যাডেট একাডেমি’-এর নতুন শাখা নকলা পৌর শহরের প্রাণ কেন্দ্র গ্রীণ রোডে এক অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রাঙ্গনে নকলা শাখার পরিচালক ইমন হাসান সুইট-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নকলা শাখার শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মিজানুর রহমান, পূর্ব কায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদুল হক লাভলু, পৌর ওয়ার্ড কাউন্সিলর জরিফ হোসেন, মো. হাসেম বি.এস-সি, নকলা প্রেস ক্লাবের সদস্য রাইসুল ইসলাম রিফাত প্রমুখ।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন, এলাকার সুশীলজন ও শিক্ষানুরাগীমহল উপস্থিত ছিলেন।

জানা গেছে, এই শাখায় প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হবে। ক্যাডেট ভর্তির সুবিধার্থে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ কোচিং এর ব্যবস্থা থাকবে। এছাড়া আধুনিক শিক্ষা প্রসারে সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে বলে জানান শাখা পরিচালক ইমন হাসান সুইট। এরই মধ্যে ভর্তি ফরম বিক্রি ও ভর্তি চলছে। সরকারের নির্দেশনা মোতাবেক ১ জানুয়ারি বই বিতরণ উৎসব করা হবে। ক্লাস শুরু হবে ৩ জানুয়ারি থেকে। ১২ জন অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই শাখার পাঠদান কার্যক্রম চলবে বলে লিফলেট সূত্রে জানা গেছে।

সুইট বলেন, প্রতিটি মানুষের নিজের জন্মস্থানের প্রতি আলাদা দায়িত্ব থাকে। এই দায়িত্ববোধ থেকেই নিজ জন্মভূমি নকলাতে সুশিক্ষার প্রসার ঘটাতে এ শাখাটি প্রতিষ্ঠা করা হলো। এই প্রতিষ্ঠনটির সুনাম ধরে রাখতে ও এর উত্তরোত্তর সুনাম বৃদ্ধি করতে নিজেদের অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার আশাব্যক্ত করেন তিনি। এর এজন্য পরিচালকবৃন্দ সকলের কাছে পরামর্শ ও শিক্ষার্থী ভর্তি করানোসহ সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।