• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

শেরপুরের নকলায় উপজেললা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নকলা মুজিব শতবর্ষ মুক্তমঞ্চ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই দিন “ক”, “খ” ও “গ” এই তিন গ্রুপে বালক ও বালিকাদের মধ্যে আলাদা ভাবে ৫০ মিটার, ১০০ মিটার ও ২০০ মিটার দৌঁড়, দীর্ঘলাফ, উচ্চ লাফ, বিস্কুট দৌঁড়, গণিত দৌঁড়, মোরগের লড়াই, বালিশ খেলা, বাস্কেটে বল ফেলাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মীর মোতালেব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আছাদুজ্জামান ও সদস্য সাবেক ফুটবলার মো. মামুন মিয়া; নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু-শিক্ষা গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, নকলা থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুমন আহমেদ, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রতন চৌধুরী, বাংলাদেশ হেল্থ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ)’র নকলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেন ও বর্তমান কমিটির মহিলা বিষয়ক সম্পাদক স্বাস্থ্য সহকারী নাসরিন জাহান, সিনিয়র স্টাফ নার্স আসমাউল হুছনা ও সিনিয়র স্টাফ নার্স মীনা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ স্বাস্থ্য সহকারী হাফছা আইরিন মিলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মন-স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র ফিল্ড এ্যাসিসটেন্ট তাহমিনা আক্তার ও উপজেলা পরিসংখ্যান অফিসের চেইনম্যান বিপ্লব কুমার বাদুরীসহ উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানগন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।