• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় শারীরিক অক্ষম আজগর আলীর ৪২ শতাংশ জমির ধান কেটে দিলো ছাত্রলীগ

শেরপুরের নকলায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ধান কেটে দিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামযা কনক ও তাঁর অনুসারীরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত নকলা উপজেলাধীন টালকি ইউনিয়নের ফুলপুর গ্রামের শারীরিক অক্ষম বর্গাচাষী আজগর আলীর ৪২ শতাংশ জমির ধান কেটে দেন তারা।

ছাত্রলীগের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে কৃষক আজগর আলী বলেন, ‘ঝড়বৃষ্টির শঙ্কা ও শ্রমিক দিয়ে ধান কাটার মতো সামর্থ্য না থাকার কারণে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুঃশ্চিন্তায় ছিলাম। ”আমার বাবাগরে আল্লাহ মেলাদিন বাঁচাইয়া রাহুক। ধান পাইক্কা গেছে তাও বাড়িত নিয়া আবার পাইতাছিলাম না। এসুমে আমার ছাত্রলীগের বাবারা ধান কাইট্টা বাড়িত আইন্না দিছে, আমি মেলা খুশি অইছি।”

ছাত্রলীগ নেতা কনক জানান, কৃষক বান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের পরামর্শে এমন উন্নয়ন মূলক নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অপেক্ষাকৃত দরিদ্র কৃষকদের ধান কেটে দিতে মাঠে নেমেছি। তিনি আরও জানান, দরিদ্র শারীরিক অক্ষম বর্গাচাষী আজগর আলীর ক্ষেতের ধান কাটার মাধ্যমে আমরা এই মিশন শুরু করেছি।

এরই ধারাবাহিকতায় উপজেলার অন্য কোন এলাকার দরিদ্র কৃষক যদি শ্রমিক সংকট ও দারিদ্রতার কারনে তাদের জমির ধান কাটতে সমস্যায় পড়েন, তাহলে আমরা ওই সকল কৃষকের জমির ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দিতে সদা প্রস্তুত আছি।

ছাত্রলীগের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে কনক ও তাঁর অনুসারীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিভিন্ন স্তরের জনগণসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।