• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় বিভিন্ন ধর্মীয় নেতাদের নিয়ে হাঙ্গার প্রজেক্টের অবহিতকরণ সভা

শেরপুরের নকলায় ইউনিসেফ-এর সহযোগিতায় দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর আয়োজনে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা হারেজ উদ্দিনের সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর শেরপুর জেলা ইনফরমেশন সার্ভিস প্রভাইডার (আইএসপি) আবু সাঈদ ইমন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা ও উপজেলা পরিষদ মসজিদের খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী, উপদেষ্টা ও জামিয়া আরাবিয়া মাস্তুরা ক্বাওমী মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী আব্দুল জলিল, মোহাম্মদীয়া ক্বাওমী মাদ্রাসার মুহতামিম ও নকলা পৌর মসজিদের ইমাম হাফেজ ছায়েদুল ইসলাম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর।

এ অবহিত করণ সভায় দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র মূল কার্যক্রম (প্রবন্ধ) উপস্থাপন করেন দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ডিভিশনাল ফাইন্যান্স অফিসার রেজাউল করিম ও প্রজেক্টের লক্ষ্য-উদ্দেশ্য সমূহ উপস্থাপন করেন জেলা সমন্বয়ক জাহিদুল খান সৌরভ।

এসময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বনিক, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সাবেক আহবায়ক ও নকলা শ্রী শ্রী কালী মাতা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত বণিক, দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর উপজেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল-আমিনসহ জেলা-উপজেলার স্বেচ্ছাসেবকগন, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম, ক্বাওমী মাদ্রাসার শিক্ষক, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ অন্যান্য ধর্মের নেতা ও ধর্মযাজকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।