• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় ফাঁসিতে ঝুলে নেশাগ্রস্থ কিশোরের আত্মহত্যা!

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় গলায় ফাঁস দিয়ে ফয়সাল মিয়া (১৬) নামে নেশাগ্রস্থ এক কিশোরের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। সে নকলা পৌরসভার ৬নং ওয়ার্ডের দড়িপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছোট ছেলে। শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফয়সাল মিয়াকে বৃহস্পতিবার বিকেল থেকে খোঁজে পাওয়া যাচ্ছিলোনা। পরিবারের লোকজন সম্ভাব্য জায়গায় খোঁজাখোঁজি করতে থাকেন। শুক্রবার ভোর ৬টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তাদের বাড়ির পাশে মিন্টু রবিদাসের পরিত্যক্ত ঘরের মেঝেতে ফয়সালের গলায় রশি লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইস্কান্দার হাবিব তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহালের প্রতিবেদন তৈরি করেন। পরে ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে মরদেহ প্রেরণ করা হয়।

নিহতের বাবা মফিজ উদ্দিন ও তার বড় ভাই জানান, ফয়সাল কিশোর বয়সেই বিভিন্ন নেশায় জড়িয়ে হাতাশাগ্রস্থ হয়ে পড়ে। এ হতাশা থেকেই আত্মহত্যার মত ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান নিহতের পরিবারের লোকজনসহ অনেকে।

এরই মধ্যে, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সায়েদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, সন্তানের ভবিষ্যতের চিন্তা করে ধর্মীয় অনুশাসনে বড় করে তোলতে হবে। আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রতিটি সন্তানকে সামাজিক ও রাষ্ট্রিয় বিধান অনুযায়ী মানুষ হিসেবে গড়ার অনুরোধ জানানোর পাশাপাশি সমাজের কেউ যেন নেশায় জড়াতে না পারে সেদিকে সকলকে নজর রাখার আহবানও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।