• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় পুলিশের মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শেরপুরের নকলায় পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘মাসিক ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) দুপুরের দিকে উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

নকলা থানার আয়োজনে ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সোহেল মাহমুদ পিপিএম এবং বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. মাজহারুল আনোয়ার মহব্বত, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শরীফ হাসান ও সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ।

নকলা থানার এসআই সুমন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজবাহার আলী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কিতাব আলী ও আব্দুল হালিম প্রমুখ।

এসময় বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান রিপন, দপ্তর সম্পাদক এএসএমবি করিম শাহজাহান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, বঙ্গবন্ধু শিক্ষা ও সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টু, ইউনিয়ন যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সিঞ্জুসহ কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত নানান পেশা-শ্রেণির অগণিত জনগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এএসপি মো. সোহেল মাহমুদ বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বরং বন্ধু। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। তিনি আরো বলেন, মাদকের সঙ্গে পুলিশের কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে পুলিশকে তথ্য দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, আধুনিক সেবামুখী কর্মকাণ্ডে বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে, এক্ষেত্রে রক্তে অর্জিত বাংলাদেশ পিছিয়ে নেই। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ সদস্যদের সময়োপযোগী সেবায় বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশকে মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ মুক্ত করার লক্ষ্যে পুলিশ সদস্যরা এখন জনগণের নিকটতম সেবা প্রদানকারী হওয়ায় জনগণের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছে। মাদক বিক্রেতা ও মাদকাসক্তদের সম্পর্কে পুলিশ সদস্যদের সঠিক তথ্য প্রদান করে জনগণ পুলিশের সেবা প্রদানে সর্বোচ্চ সহায়তা করতে পারে বলে এএসপি সোহেল মাহমুদ মনে করেন। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণ ও অতিথিদের কাছ থেকে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. মাজহারুল আনোয়ার মহব্বত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর সরকার যখন দেশকে শক্ত হাতে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক এমন সময় শেরপুর জেলা পুলিশ সন্ত্রাস, অসামাজিক কার্যকলাপ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিশেষ করে মাদক প্রতিরোধে জনগণের মতামত শোনার জন্য নিয়মিত ওপেন হাউস ডে-র আয়োজন করে আসছে। এই কার্যক্রমের ফলে সমাজ থেকে বিভিন্ন অপরাধ কিছুটা হলেও কমছে বলে অনেকে মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।