• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় পাঠাগারের শুভ উদ্বোধন

শেরপুর জেলাধীন নকলা উপজেলায় আলোকিত পথের সন্ধানে শ্লোগানকে ধারন করে “নকলা পাঠাগার” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় দেশবরেণ্য শিক্ষাবিদ ও প্রখ্যাত নজরুল গবেষক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পাঠাগারের উদ্বোধন করেন।

পাঠাগার উদ্বোধন উপলক্ষে নকলা উপজেলা পরিষদ হলরুমে বিকেল থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঠাগার পরিচালনা পর্ষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ. এম কামরুল আলম রঞ্জুর সভাপতিত্বে পাঠাগারের সাধারণ সম্পাদক রুমি খানের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন,জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বই মানুষকে আলোকিত করে, এটি জ্ঞানের প্রতীক, হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের পথপ্রদর্শক। নদীর দু’কূলে বসবাসরত জনগোষ্টিকে একটি ব্রীজ বা সেতু যেমন বন্ধন তৈরিতে ভূমিকা রাখে, ঠিক তেমনি বই মানুষকে ইতিহাস-ঐতিহ্য জানতে সেতুর ভূমিকা পালন করে।

পাঠাগারের উদ্যোক্তা ও পরিচালক অস্ট্রেলিয়া প্রবাসী আবু শরীফ কামরুজ্জামান জানান, ইতোমধ্যে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান লাইব্রেরিকে সমৃদ্ধকরে গড়ে তুলতে বই প্রদানসহ নানা ভাবে সহযোগিতা করেছেন। দেশি-বিদেশি প্রায় পাঁচ হাজার বইয়ের সংগ্রহশালার পাশাপাশি ৩ টি কম্পিউটারসহ ৩৪ জন পাঠকের বসার মত আসন ব্যবস্থা রয়েছে পাঠাগারটিতে।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাইলফলক হিসেবে উজ্জ্বল হয়ে থাকবে ‘নকলা পাঠাগার’। এমনটিই মনে করেন নকলা পাঠাগারের সভাপতি তৌহিদুল আলম রাসেল। এছাড়াও তিনি পাঠাগার বাস্তবায়নে যারা ইতোপূর্বে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভবিষ্যতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নকলা পাঠাগার নকলার জনপদে জ্ঞানের আলো ছড়িয়ে মানুষকে আলোকিত করবে এমনটাই সকলের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।