• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় টিটিসিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক অভিযান

শেরপুরের নকলায় শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র‌্যালি, আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে।

‘আমরা সবাই দায়িত্ব নিব, ডেঙ্গু মুক্ত দেশ গড়বো’ শ্লোগানকে সামনে রেখে রবিবার ০৬ আগষ্ট সকালে সকল ইনস্ট্রাক্টর, প্রশিক্ষণার্থী, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের নেতৃত্বে টিটিসি প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি একই স্থানে গিয়ে শেষ হয়। পরে টিটিসি মিলনায়তনে টিটিসির অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভাপতিত্বে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকলের অংশগ্রহণে টিটিসি প্রাঙ্গন ও এর আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উক্ত কর্মসূচিতে চীফ ইন্সট্রাক্টর এস. এম. আজাহার, ইন্সট্রাক্টর মো: ইসমাইল হোসেন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেড ইনচার্জ নিরমল বাশার, কম্পিউটার ইন্সট্রাক্টর রুমা, ড্রাইভিং ইন্সট্রাক্টর বাবুল শেখসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক কর্মকর্তা- কর্মচারী এবং সকল ট্রেডের প্রশিক্ষনার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিজেদের সুস্থ্যতার স্বার্থেই ডেঙ্গি (ডেঙ্গু) প্রতিরোধে শেরপুর টিটিসির অফিস প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্নতাসহ প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে অবাঞ্চিত ঝোপঝাড় ও ময়লা আবর্জনা মুক্ত করার লক্ষ্যে এই সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয় বলে জানান টিটিসির অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান।

এই কর্মসূচিতে শেরপুর টিটিসি কর্তৃপক্ষের আহবান- ‘ডেঙ্গু প্রতিরোধে আমরা শেরপুর টিটিসি, সাথে চাই সচেতন প্রতিবেশী।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।