• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

২০০৫ সালে সারা দেশে তৎকালীন বি এন পি জামায়াত জোটের প্রত্যক্ষ মদদে জামায়তুল মুজাহিদিন ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে বাংলাদেশে জনগণের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি করেছিল।

তারই প্রতিবাদে ১৭ আগষ্ট বুধবার শেরপুরের নকলায় উপজেলা আওয়ামী লীগ ও ৩নং উরফা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

উরফা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রঞ্জু, উরফা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামজা কনক প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।