• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ধুনটে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী কারাগারে

বগুড়ার ধুনট উপজেলায় আব্দুর রহিম (৬৫) নামে এক কৃষককে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার সকালের দিকে নিহতের মা বিলকিছ বেগম বাদী হয়ে এ মামলা করেন। মামলার একমাত্র আসামী নিহতের স্ত্রী বিউটি খাতুন (৪০)।

সোমবার দুপুর ১২টার দিকে বিউটি খাতুনকে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম একই গ্রামের মৃত জয়নাল আবেদীন প্রামানিকের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিউটি খাতুন শিয়ালী গ্রামের মৃত হাফিজার রহমানের মেয়ে। সে আব্দুর রহিমের তৃতীয় স্ত্রী। প্রায় ৬ বছর আগে তাদের বিয়ে হয়। রোববার সকালের দিকে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে আব্দুর রহিম বিউটি খাতুনকে মারপিট করেন।

এতে ক্ষুব্ধ হয়ে বিউটি খাতুন তার স্বামীর অন্ডকোষ চেপে ধরে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুর রহিম। সংবাদ পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে বিউটি খাতুনকে আটক করে। নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিউটি খাতুন তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে। লাশের ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।