• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ধাতিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ ১৯৮৮ সালের পুনর্মিলনী অনুষ্ঠিত

শৈশবে পরিবারের গণ্ডির বাইরের প্রথম জগৎ বিদ্যালয়। বন্ধু, সহপাঠী, অগ্রজ, অনুজ, শিক্ষক, বিদ্যালয়ের আঙিনা ঘিরে থাকে কত মধুর স্মৃতি। সেই স্মৃতি রোমন্থন করলেন ধাতিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ে জড়ো হওয়া হাজারো প্রাক্তন শিক্ষার্থী। হারিয়ে গেলেন সেই সব দিনে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এই মানুষদের পদচারণে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল উজ্জ্বল নক্ষত্রের মিলনমেলা।

সকল বন্ধুদের সাথে একত্রিত হয়ে আবারো স্কুল জীবন এর স্মৃতি গুলোকে স্মরণ করতেই ধাতিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এস.এস.সি ব্যাচ ১৯৮৮ সালের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়।

উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল-মামুন, সভাপতি ম্যানেজিং কমিটি, প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব নূর মোহাম্মদ বিএসসি, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, ধাতিয়া পাড়া উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানটি উদ্ভোদন করেন গোলাম মোস্তফা ,প্রধান শিক্ষক, ধাতিয়া পাড়া উচ্চ বিদ্যালয়।

উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাব উদ্দীন, মোজাম্মেল হক, আব্দুল গনী, আব্দুল সালাম, অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক, ধাতিয়া পাড়া উচ্চ বিদ্যালয়।

উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, ধাতিয়া পাড়া উচ্চ বিদ্যালয়।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধাতিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক ছিলেন ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম(আমিন), জিএম, একতা কম্পোজিট মিলস লি: শ্রীপুর, গাজীপুর।

যুগ্ন আহবায়ক ছিলেন আবুল হাসেম, এজিএম, পলমল গ্রুপ, সাভার, ঢাকা। সদস্য সচিব ছিলেন নূর আলম সিদ্দিকি(মিষ্টার), সাবেক মেম্বার,৮নং লছমনপুর ইউপি,শেরপুর সদর, শেরপুর। কোষাধ্যক্ষ ছিলেন নাজমুল সাকিব, এ.টি,৯নং চরমোচারিয়া ইউপি,শেরপুর সদর,শেরপুর।

উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন ইউছুফ আলী,উপ-পুলিশ পরিদর্শক, ডিএসবি জামালপুর এবং বজলুর রহমান, সার্ভেয়ার ও পল্লী-চিকিৎসক,চরশেরপুর, শেরপুর। অনুষ্ঠানটির প্রচার ও প্রচারণা করেন ইন্তাজ আলী,অবসর প্রাপ্ত করপুরাল,বাংলাদেশ সেনাবাহিনী।

এছাড়া উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে এস.এস.সি ১৯৮৮ সালের ব্যাচের সকল ছাত্র-ছাত্রী সহ তাদের পরিবার নিয়ে একত্রিত হয়েছিলো।

উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরাফাত হোসেন রাসেল,শিক্ষানবীশ আইনজীবী, জজকোর্ট, শেরপুর এবং শারমীন সুলতানা রাকা, এসিস্ট্যান্ট অফিসার, ইকোটেক্স লিঃ,গাজীপুর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।