• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে শেরপুরে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ

জ্বালানি তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি,বিদ্যুতের সীমাহীন লোডশেডিং , চালের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৩ ই আগস্ট শনিবার বিকেলে শেরপুরে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শেরপুর শহরের প্রাণকেন্দ্র খরমপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো মোকলেছুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো ইলিয়াজ উদ্দিন চেয়ারম্যান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো তাইজুল ইসলাম হেলাল চেয়ারম্যান, শেরপুর পৌর জাতীয় পার্টির সভাপতি মো হারুন জিলানী কাউন্সিলর, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এসএম আরশাফ, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সিদ্দিকী, কাজী শাহনেওয়াজ শাহীন, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব তারেক মো আব্দুল্লাহ রানা, ঝিনাইগাতী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো ফারুক আহমেদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে থানা মোড় প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।