• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

দেশে-বিদেশে দক্ষ প্রকৌশলীর প্রচুর চাহিদা রয়েছে : মসিক মেয়র টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারিগরি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এর ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য কণ্যা উন্নত বাংলাদেশ বির্নিমাণের কারিগর বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার ব্যাপকতা বৃদ্ধির মাধ্যমে সুদক্ষ প্রকৌশলী তৈরির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, দেশে ও বিদেশে দক্ষ প্রকৌশলীর প্রচুর চাহিদা রয়েছে। দেশের দক্ষ প্রকৌশলীদের সক্ষমতাও অনেক বৃদ্ধি পেয়েছে। তাইতো দেশের মেগাপ্রকল্পগুলোতে বিদেশী প্রকৌশলীমের পাশাপাশি তাদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখছেন। দেশের তরুণেরা আজ ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারছেন।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত রবিবার ( ১৩ নভেম্বর) দুপুরে ইনস্টিটিউটের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র টিটু একথা বলেন।

ময়মনসিংহ পলিটেকনিক ইস্টিটিউটের (মপই) অধ্যক্ষ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. উম্মে আফসারী জহুরা (উপ-সচিব), ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব ও মসিক নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, পলিটেকনিক ইস্টিটিউটের চীফ ইনস্ট্রাক্টর প্রকৌশলী মোঃ শামসুল হক, প্রকৌশলী মোঃ সাদত উল্লাহ, প্রকৌশলী মোঃ শাজাহান কবীর, প্রকৌশলী মোঃ বুলবুল আহাম্মদ, প্রকৌশলী মোঃ কামরুজ্জামানসহ অভিভাবকবৃন্দ।

মেয়র তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশুনায় মনযোগ বৃদ্ধির পাশাপাশি মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার পরামর্শ প্রদান করেন।

নগরীর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পলিটেকনিক ইস্টিটিউটের অভ্যন্তরীণ রাস্তা-ড্রেনসহ অন্যান্য সমস্যা সমাধানসহ যোকোনো প্রয়োজনে সিটি কর্পোরেশন ও তিনি পাশে থাকার আশ্বাস প্রদান করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু।

অভিভাকবৃন্দের বক্তব্যে জানান, এক শিফটের শিক্ষক ভাগ করে ময়মনসিংহ পলিটেকনিক ইস্টিটিউটের দ্বিতীয় চালানো হচ্ছে। এতে শিক্ষক স্বল্পতা রয়েছে অবিলম্বে শিক্ষক সংকট দূরীকরণ, অবকাঠামো সমস্যা সামাধানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও শিক্ষা উপকরণ যন্ত্রপাতি প্রদানসহ অন্যান্য সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

এসময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।