• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

দেওয়ানগঞ্জের ডাংধরায়  প্রথম ১জনের করোনা সনাক্ত, পুরো গ্রাম নমুনা সংগ্রহ

এম.এ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘার চর মধ্যপাড়া গ্রামে প্রথম ১জন করোনা রোগী সনাক্ত হয়েছে বলে দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালের দায়িত্বরত আরএমও ডাঃ মোঃ মাফিজুর রহমান নিশ্চিত করেছেন। ডাংধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আকোয়াত হোসেনের ২য় মেয়ে মোছাঃ শিখা (৪০) এর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রোগীর নিকট আত্মীয় মোঃ মোস্তাইন মোঃ হাসান (শাতিল) জানান আমার এই আত্মীয়ের গত কয়েকদিন যাবৎ করোনার বিভিন্ন লক্ষন প্রকাশ পেলে পর্যায়ক্রমে রাজীব পুর হাসপাতাল, জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা নিরিক্ষার পর তার শরীরে করোনা পজিটিভ ধরা পরে। বৃহস্পতিবার ৯জুলাই দেওয়ানগঞ্জ উপজেলা মেডিকেল টিম পুরো বাঘার চর মধ্য পাড়ার লোক জনের নমুনা সংগ্রহ করেন। এ ব্যাপারে ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ সাংবাদিকদের জানান- ইউএনও সুলতানা রাজিয়া মহোদয়ের নির্দেশক্রমে আমি সাবেক চেয়ারম্যান আকোয়াত হোসেনের বাড়িতে গিয়েছি, খোঁজ খবর নিয়েছি শিখা বেগমের করোনা পজিটিভ এসেছে। সনাক্ত রোগীর পুরো বাড়ির লোকজন ও আশেপাশের বাড়ি সহ নমুনা সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও বলেন- ডাংধরা ইউনিয়নে প্রথম ১জন করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত বাড়ি সহ গ্রামের মানুষদের ঘরে থাকতে বলা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেয়ার আগ পর্যন্ত সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেছি।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া সাংবাদিকদের বলেন- ডাংধরা ইউনিয়নে ১জন করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীর বাড়ি সহ আশেপাশের এলাকার মানুষের নমুনা সংগ্রহ করতে দেওয়ানগঞ্জ উপজেলা মেডিকেল টিম কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।