• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি কালাম ও ইকবাল সম্পাদক নির্বাচিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম মো. শামছুদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইকবাল হোসেন। বৃহস্পতিবার বিকালে (২১ জুলাই) দীর্ঘ ১৯ বছর পর ময়মনসিংহের উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হলো। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই দুজনকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। নেতাকর্মীরাও কমিটি গঠনে চমক ও নতুনত্ব প্রত্যাশা করেছিলেন ।

ত্রিশাল সরকারি নজরুল একাডেমী মাঠে আগে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সস্পাদক অসিম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী প্রমুখ।

দীর্ঘ ১৯ বছর পর ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আবুল কালাম মো. শামছুদ্দিন সভাপতি ও মো. ইকবাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পৃথক বিবৃতিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের সুযোগ্য নেতৃত্বে আগামী দিনে ত্রিশালকে আওয়ামী রাজনীতির এক শক্তিশালী ঘাটিতে পরিণত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন । তারা তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বিবৃতিদাতাগণ হলেন- ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ত্রিশাল উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এফবিসিসিআই সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডিাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম, বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন খান, ত্রিশাল পৌর সভার মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবিএম আনিছুজ্জামান আনিছ, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফ.এম এ সালাম ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ধানীখোলা কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন, ত্রিশাল উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম সরকার জুয়েল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।