• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করলো শেরপুরে জেলা আওয়ামীলীগ

নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক, ফখরুল মজিদ খোকন, মিনহাজ উদ্দিন মিনাল ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু ও বশিরুল ইসলাম শেলু, সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন, এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, আব্দুল্লাহ আল মামুন, দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, শামীম হোসেন, চন্দন সাহা, সাইফুল ইসলাম ভুট্টো, রফিকুল ইসলাম, বেলাল হোসেন, বিনয় কুমার সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি সাবিহা জামান শাপলা, সাবেক ভিপি মোহাম্মদ বায়েযীদ হাছান ও মনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনির উদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ নুরানী মনি ও শোয়েব হাসান শাকিল, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট ও রেজাউল করিম রেজা প্রমুখ।

মিছিল শেষে শহরের নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। বক্তারা নির্বাচন ঘিরে তফসিলকে স্বাগত জানান ও নির্বাচনের প্রস্তুতি নিতে সবাইকে আহবান জানান।

মিছিলে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।