• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতী শিক্ষক ও শিক্ষার্থীদের সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত কাজ শুরু করেছেন। আজ বুধবার সকালে আদিবাসী অধ্যুষিত এলাকা ভারুয়া বাজার থেকে মরিয়মনগর পর্যন্ত জনাসাধারণের চলাচলের রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে জনদূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।

রাস্তাটি দিয়ে ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও ভারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে।এ ছাড়াও প্রতিদিন মরিয়মনগর আদিবাসী পল্লী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে রাস্তাটি দিয়ে ।শিক্ষার্থী মাহমুদা আক্তার মিতু ও জাকারিয়া ইসলাম জানায় প্রতিদিন রাস্তাটি দিয়ে স্কুলে আসা কষ্টকর হয়ে পড়ে অনেক শিক্ষার্থী কাদাযুক্ত রাস্তা পারাপার হতে গিয়ে আহত হয়েছে।

প্রধান শিক্ষক ফজলুল করিম জানান রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষার জন্যে রাস্তাটির খারাপ অবস্থা অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় সেচ্ছাশ্রমে রাস্তাটির মেরামতের কাজ করছি সেই সাথে রাস্তাটি স্থায়ীভাবে কাজ করার জন্যে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এলাকাবাসী জানায় ভোট আসলে সবাই ভোটের জন্যে ধর্ণা দেয় রাস্তাটির দিকে কেউ তাকায় না।

জনস্বার্থে এবার রাস্তাটির কাজ করার জন্যে সকলের সহযোগিতা চান। সেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের সময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক লুৎফর রহমান, রাজু আহাম্মেদ, নজরুল ইসলাম, সোজা উদ্দিন, তাহেরুল ইসলাম, হাফিজুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।