• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতী ও শ্রীবরদীর ৭ ইউপির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন সম্পন্ন

মোহাম্মদ দুদু মল্লিক/ঝিনাইগাতী:
শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যগণ শপথ গ্রহণ করেছেন। ১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ হচ্ছেন, ঝিনাইগাতী সদর ইউনিয়নের মো. শাহাদাত হোসেন, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. রুকুনজ্জামান ও শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ এএসএম ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা পারভীন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদিন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে একই দিন বিকেল ৪ ঘটিকায় পৃথক ভাবে শ্রীবরদী উপজেলার ১টি ও ঝিনাইগাতী উপজেলার ৭ ইউনিয়নের নির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদেরর শপথ বাক্য পাঠ করান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা পারভীন ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা (অ: দা:) সাইফুল ইসলাম এর উপস্থাপনায় ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, জেলা পরিষদের সদস্য রুপালী, মুক্তিযোদ্ধাদের পক্ষে ডেপুটি কমান্ডার শামছুল হক, ইউপি চেয়ারম্যানদের পক্ষে মোজাম্মেল হক, সাধারণ সদস্যেদের পক্ষে জাহিদুল হক মনির, সংরক্ষিত মহিলা সদস্যেদের পক্ষে জোস্না বেগম প্রমুখ।

এসময় নির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।