• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে ভূমি উন্নয়ন কর মেলা শুরু

“নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, মালিকানা সত্ত্ব বজায় রাখুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ভূমি উন্নয়ন কর (খাজনা আদায়) মেলা। ঝিনাইগাতী ভূমি অফিসের আয়োজনে মেলায় ভূমির মালিকেরা খুব সহজে কর পরিশোধ ও নামজারি করাসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাবেন। ৫

মার্চ রবিবার সকালে ঝিনাইগাতী সদর ইউনিয়ন ভূমি অফিসে এ মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। উপজেলা ভূমি অফিসে আয়োজিত এ মেলায় উপজেলার ৭টি ইউনিয়নের ভূমি মালিকেরা এ সেবা পাবেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিনাল কান্তি সরকার, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও জমির মালিকগণ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, ভূমি মালিকদের হয়রানির হাত থেকে মুক্তি পেতে এবং তাঁরা যাতে সহজভাবে ভূমি সংক্রান্ত সেবা পান, সে জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত কর আদায় করা না গেলে দেশের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। সাধারণ মানুষকে ভূমি কর দিতে উৎসাহ প্রদান করার জন্য এ মেলা খুবই সহায়ক হবে। অ

নুষ্ঠানে জানানো হয়, যে সকল ভূমি মালিক ৩ বছরের বেশি ভূমি উন্নয়ন কর বকেয়া রেখেছেন তাদেরকে এ মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য অনুরোধ জানানো হয়। নচেৎ ভূমি মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ জমি খাস খতিয়ানে আনার ব্যবস্থা করা হবে। মেলা শেষে ৩ জন সর্বোচ্চ ভূমি করদাতাকে পুরস্কৃত করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা সার্বিক তত্তাবধানে রয়েছেন সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।