• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে ব্যাটারিচালিত ইজিবাইক ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাটারিচালিত ইজিবাইক ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলা সদরের ব্রিজপাড় এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার দড়িকালিনগর এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. আলম মিয়া (৩২), মো. আজগর আলীর ছেলে রজব আলী (২৫), মো. মজিবর রহমানের ছেলে মো. সুমন মিয়া (১৮), কোনাগাঁও গ্রামের মো. সমজ উদ্দিনের ছেলে মোঃ মাহফুজ (২৩) ও মো. হারুন মিয়ার ছেলে মো. আকাশ (১৬)।

ওই ঘটনায় নালিতাবাড়ী উপজেলার পূর্ব দোহালিয়া গ্রামের আজমত আলীর ছেলে সাহাজ উদ্দিন শাহাদাত বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেছেন। বুধবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম।

তিনি জানান, ধৃত আসামিগণ মঙ্গলবার রাত ১১টার দিকে ইজিবাইক চালক শাহাদাতের গাড়ি ভাড়া করে নালিতাবাড়ী থানাধীন গড়কান্দা অটোষ্ট্যান্ড হতে তিনানী বাজারে আসবে বলে ইজিবাইকে যাত্রীবেশে উঠে। পরে তারা ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারের কাছাকাছি আসলে যাত্রীবেশী ডাকাতরা ইজিবাইক চালককে বনগাঁও বাজারে যেতে বলে। তাদের কথামতো চালক শাহাদাত যাত্রীদের বনগাঁও বাজারে নিয়ে গেলে তারা তাদেরকে হলদীবাটা চৌরাস্তা এলাকায় নামিয়ে দিয়ে আসতে বলে। তখন চালক শাহাদাত হলদীবাটা চৌরাস্তায় যেতে অপারগতা প্রকাশ করলে ডাকাতরা বলে, এত রাতে যাওয়ার মত আর কোন গাড়ি নেই এবং তাদের কাছে ভাংতি টাকাও নেই। তাদেরকে হলদীবাটা চৌরাস্তা এলাকায় নিয়ে গেলে সেখানে ৫শ টাকার নোট ভাঙ্গিয়ে গাড়ির ভাড়া দেয়া যাবে। তাদের অনুরোধে চালক শাহাদাত ডাকাতদেরকে হলদীবাটা চৌরাস্তা এবং সেখান থেকে ঝিনাইগাতী বাজারের ব্রিজপাড় মোড়ে নিয়ে যায়। কিন্তু এরপর ডাকাতদল ইজিবাইক চালককে পাগলারমুখ এলাকায় নামিয়ে দিতে বলে।

তাদের এমন ঘুরাঘুরির বিষয়ে শাহাদাতের সন্দেহ হলে গাড়ির চার্জ নেই বলে অন্য কোথাও যেতে অস্বীকৃতি জানালে চালক শাহাদাতের সাথে তর্কাতর্কি শুরু করে ডাকাত দলের সদস্যরা। তর্কাতর্কি শুনে বাজারের স্থানীয় লোকজন এগিয়ে যায় এবং তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা এলোমেলো কথাবার্তা বলতে থাকে। ডাকাতদের কথাবার্তায় গড়মিল পাওয়ায় তাৎক্ষনিক স্থানীয় লোকজন ঝিনাইগাতী থানা পুলিশকে অবগত করলে রাত্রিকালীন হাইওয়ে ডিউটি অফিসার এস.আই মো. তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ডাকাতদের দেহ তল্লাশী করে ডাকাতদলের সদস্যদের পকেট থেকে ব্লেডযুক্ত ২টি খুর, ১টি পেপার কাটার চাকু ও স্কচটেপ পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডাকাতরা জানায়, ইজিবাইকটি ডাকাতির মাধ্যমে ছিনিয়ে নেওয়ার জন্যই তারা একত্রে সমবেত হয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে গাড়িটি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে নিরিবিলি জায়গার সন্ধান করার প্রস্তুতি নিয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, কিছুদিন আগে নালিতাবাড়ী থানায় জেলা পুলিশের উদ্যোগে সিএনজি, ইজিবাইক ও অটোরিক্সাচালকদের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছিল। সেদিন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম চালকদের সতর্কভাবে রাতে গাড়ি চালানোর জন্য নানা ধরনের পরামর্শ দেন। ওই সভায় এই মামলার বাদীও উপস্থিত ছিলেন। জেলা পুলিশের পরামর্শ মেনে সতর্কতার সাথে গাড়ি চালালে চুরি ও ছিনতাই থেকে গাড়িচালকরা রক্ষা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।