• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে বাফার সার বহনকারী ৪ ট্রাক চালককে মারধর : গোডাউনে সার পরিবহন বন্ধ ঘোষণা

শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউনের সার বহনকারী ৪ ট্রাক চালক প্রহৃত হওয়ার অভিযোগ উঠেছে। ৬ মার্চ সোমবার বিকেলে বাফার গোডাউনের সামনে ওই ঘটনা ঘটে। আহত ট্রাক চালকরা হলেন সুমন মিয়া, রাজন মিয়া, মিরাজ আলী ও বিপুল মিয়া।

এদিকে ওই ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঝিনাইগাতী উপজেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বাফার গোডাউনে অনির্দিষ্টকালের জন্য সার সরবরাহ ও পরিবহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

ট্রাকচালকরা জানান, নিয়ম অনুযায়ী দেশের বিভিন্ন স্থানের সার কারখানা থেকে ট্রাকভর্তি সার সরাসরি বাফার গোডাউন আনার কথা। পরে বাফার গোডাউন থেকে সার সরবরাহ করা হবে। কিন্তু বাফার গোডাউনের কর্মকর্তা নজরুল ইসলাম তা না করে কারখানা থেকে সার সরাসরি বাফার গোডাউনে না এনে রাস্তা থেকেই সরাসরি ডিলারের দোকানে সরবরাহ করে আসছেন। এ অনিয়মের ঘটনা ফাঁস করে দেওয়ায় বাফার গোডাউনের কর্মকর্তা নজরুল ইসলামের লোকজন সোমবার বিকেল ৫ টায় ওইসব ট্রাকচালদের উপর আক্রমণ করে।

এ ঘটনার পরপরই ট্রাকভর্তি সার রেখে চালকরা ঘটনাস্থল ত্যাগ করেন। রাতে উপজেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সাংবাদিকদের ডেকে এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সার সরবরাহ ও পরিবহন বন্ধ ঘোষণা করেন।

এ বিষয়ে বাফার গোডাউনের কর্মকর্তা নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি ইউএনও সাহেবের অফিসে ছিলাম। গোডাউনের ভেতরে কোন কিছুই হয়নি। গোডাউনের বাইরে কি হয়েছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।