• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে বন্যার্তদের পাশে ‘ভয়েস অব ঝিনাইগাতী’

শেরপুরের ঝিনাইগাতীতে গত চার বছর ধরে যেকোন দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে অসহায় মানুষের পাশে থেকেছে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

শুক্রবার (২৪ জুন) দুপুর ১২টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এ উপজেলার নিম্নাঞ্চলের পানিবন্দী দেড় শতাধিক মানুষের বাড়ি বাড়ি নৌকাযোগে গিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ত্রাণসামগ্রী।

প্রবাসী বাংলাদেশী ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ত্রাণ বিতরণ এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল ৫কেজি, পিয়াঁজ ১কেজি, আলু ১কেজি, লবণ আধা কেজি, তেল আধা লিটার, ডাল আধা কেজি, মুড়ি আধা কেজি, চিড়া ১ কেজি, গুড় ১টি ও ১০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। ‘ভয়েস অব ঝিনাইগাতী’র ত্রাণসামগ্রী পেয়ে খুশি হন দেড় শতাধিক পরিবার। হাসি ফুটতে দেখা যায় পানিবন্দি মানুষের মুখে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদৎ হোসেন, ‘ভয়েস অব ঝিনাইগাতী’র ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, শেরপুর ইয়্যুর্থ রিপোর্টার্স কøাবের সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান রাব্বী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া প্রমুখ।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, ‘এই সংগঠন বিভিন্ন দুঃসময়ে দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের জন্য নানা রকম কাজ করে থাকে। সংগঠনের সদস্যরা নিজেরা এবং ফেসবুকের মাধ্যমে সমাজের বিত্তবানদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে এবার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যায় যারা খুব অর্থ কষ্টে আছেন, তাদের মুখে সামান্য হলেও যেন হাসি ফুটে, এ প্রচেষ্টার অংশ হিসেবেই এ আয়োজন। আর এ কার্যক্রম অব্যাহত রাখতে সমাজের বিত্তবানদের সহযোগিতা দরকার।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, ‘কিছু কাজ আছে যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়। সে কাজগুলো জীবনে যে প্রশান্তি এনে দেয়, তা আরও নতুন করে ভালো কিছু কাজের উৎসাহ জোগায়। কষ্টে থাকা মানুষের পাশে রাষ্ট্রের পাশাপাশি দেশ ও সমাজের সব স্তরের ব্যক্তিরা এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। ‘ভয়েস অব ঝিনাইগাতী’র এ ধরনের কাজ দৃষ্টান্তমূলক।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।