• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে প্রাথমিকের ১৭২ শিক্ষা প্রতিষ্ঠানে ২৪ হাজার শিক্ষার্থী পাবে নতুন বই

পহেলা জানুয়ারি বই উৎসব করার লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে নতুন বই বিতরণ শুরু হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে সদর ইউনিয়নের আহমদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহরিয়ার পারভেজ জানান, এ উপজেলায় প্রাথমিক স্তরের সরকারি ১০১টি, বেসরকারি ২৯টি, কিন্ডারগার্টেন ৩২টি ও অন্যান্য ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৪ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হবে। বছর শুরুর প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে তাদের চাহিদা অনুযায়ী বই বিতরণ করা শুরু হলো।

বই নিতে আসা ঝিনাইগাতী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা খানম লাকী বলেন, প্রাক-প্রাথমিক হতে পঞ্চম শ্রেণির সকল বই পেয়েছি। আমরা এক-দুই দিনের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বইয়ের সেট বান্ডিল আকারে রেডি করব।

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাসুদ হাসান বলেন, আমরা সব বই পেয়েছি। বই উৎসবের জন্য আমরা প্রস্তুত। আমরা আনন্দ মুখর পরিবেশে ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই, ফুল ও মিষ্টি তুলে দিব। এদিন নতুন শ্রেণিতে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, এ উপজেলায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব হবে। প্রতিটি শিক্ষার্থী নতুন বই পাবে। নতুন বইয়ের গন্ধে তারা মুখরিত হবে। আনন্দের সাথেই তারা সরকারের উপহার দেওয়া নতুন বই হাতে নিয়ে বছরের প্রথম দিনেই ক্লাস শুরু করতে পারবে। শিক্ষার্থীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা রইল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।