• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে দুর্ঘটনা রোধে গাড়ির হেড লাইটে কালো রঙ

শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনা রোধে যানবহনের হেড লাইটের উপরের অংশে কালো রঙ দেওয়া কর্মসূচি শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।

উপজেলা পরিষদ সভা কক্ষে লাইসেন্সবিহীন গাড়ি চালকদের (সিএনজি, অটোচালক) আইনগত সচেনতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ওই প্রশিক্ষণে অংশ নেওয়া চালকদের ব্যাটারিচালিত অটোরিকশার হেড লাইটের উপরের অংশে কালো রঙ দিয়ে দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সীর (জাইকা) অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন (ইউচিডিপি) প্রকল্পের আওতায় প্রশিক্ষণে দুই শিফটে ৭০ জন চালক অংশ গ্রহণ করছে।

পরে চালকদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বক্তব্য দেন ইউএনও ফারুক আল মাসুদ। এছাড়া বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, বিআরটিএ শেরপুরের মোটরযান পরিদর্শক আবু পলাশ, মোটরযান সহকারী পরিদর্শক ফজলুর রহমান।

বক্তারা বলেন, রাতে সড়কে যানবাহন চালানোর সময় হেড লাইটের আলো উপরে উঠানো থাকায় তা বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকদের চোখে গিয়ে লাগে। আর এতে অনেক দুর্ঘটনা ঘটে। এছাড়া চালকদের অসতর্কতা, অসচেতনতা, বেপরোয়া বা অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালনা দুর্ঘটনার অন্যতম কারণ। তাই দুর্ঘটনা রোধে সবাইকে সম্মিলিত ভাবে চেষ্টা করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।