• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক:
শেরপুরের ঝিনাইগাতীতে আন্ত: প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১ টা সময় উপজেলা শিক্ষা অফিস আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ।

এর আগে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আন্ত: প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়,”ক” গ্রুপের, শিক্ষার্থীদের দৌড়, চকলেট দৌড়,দীর্ঘ লাফ,ক্রিকেট বল নিক্ষেপ,গুপ্তধন উদ্ধার,যেমন খুশি তেমন সাঁজো।

“খ” গ্রুপের শিক্ষার্থীদের, দীর্ঘলাফ,উচ্চ লাফ,ভারসাম্য দৌড়,রিলেরেইস,অংক দৌড়,ক্রিকেট বল নিক্ষেপ।

সাংস্কৃতিক প্রতিযোগিতা: “ক” গ্রুপ ছড়া আবৃত্তি, চিত্রাংকন,নৃত্য, হাতের লেখা বাংলা, “খ” গ্রুপ কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য, পল্লীগীতি/লোকগীতি, দেশাত্মবোধক গান,একক অভিনয়,উপস্থিত বক্তৃতা, শ্রেষ্ঠ কাব শিশু।প্রত্যেক ইউনিয়নের প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী বাছাইকৃত শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যদিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা মো. নুরুন্নবী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মিলন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার পারভেজ,ইউআরসি সহকারী ইন্সাট্রাক্টর আবু সাইদ,উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোহাম্মদ বিল্লাল হুসাইন,শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন সহ ৭টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীসহ ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক, সিনিয়র সাংবাদিক হারুন অর রসিদ দুদু, মোঃ সাইফুল ইসলাম জুয়েল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।