• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে আদালতের রায় বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

শেরপুরের ঝিনাইগাতীতে আদালতের রায় বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। ১৩ ফেব্রুয়ারি রবিবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া বাজারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠি হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য রাখেন মো. নুরুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের গজারীকুড়া মৌজার সাবেক দাগ ১০১৪, হাল-বিআরএস-৮২৮ নং দাগের ৯৭ শতাংশ জমি গজারীকুড়া গ্রামের মৃত ইজাম উদ্দিনের ছেলে সুলতান মিয়া ও মৃত রুস্তম আলীর ছেলে আব্দুল জলিল ক্রয়সূত্রে বৈধ মালিকনা লাভ করেন। তারা ওই জমি প্রায় ৪০ বছর যাবৎ ভোগ-দখল করে আসছেন। কিন্তু তাদের ওই জমি একই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে আন্নাছ আলী ও দিয়ানত আলীর ছেলে মিজানুর রহমান তা জবর-দখলের পাঁয়তারা করে আসছিল।

এ বিষয়ে তারা আদালতে একটি মামলা দায়ের করলে আদালত গত ৩১ জানুয়ারি মামলাটি খারিজ করে দিয়ে জমির মালিক সুলতান মিয়া ও আব্দুল জলিলের পক্ষে রায় দেন। সেই সাথে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তােেক আদালতের আদেশ বাস্তবায়ন করে নালিশী ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ প্রদান করেন। কিন্তু এরপরও আন্নাছ আলী ও মিজানুর রহমান আদালতের রায় অমান্য করে নালিশী ভূমি জবর-দখলের চেষ্টা চালাচ্ছেন। আদালতের আদেশ বাস্তবায়নে ভুক্তভোগী পরিবারের পক্ষে সুলতান মিয়া ও আব্দুল জলিল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, জমিজমার বিষয়ে পুলিশের হস্তক্ষেপের সুযোগ নেই। তবে ওই ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলার কোন বিঘ্ন ঘটলে সেক্ষেত্রে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।