• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতি ও নালিতাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলায় পৃথক সময়ে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পৌণে চারটার দিকে গজনি পর্যটন কেন্দ্রে বাস চাপায় আইসক্রিম বিক্রেতা আমের আলী (৩৫) ও নন্নী ব্র্যাক অফিস মোড়ে ইকোপার্ক পর্যটন কেন্দ্রে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মোটরসাইকেল চাপায় বাইসাইকেল আরোহী আবু হানিফকে (৬০) আহত করলে শনিবার তিনটার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে একটি দ্রুতগামী বেপরোয়া মোটরসাইকেল বাইসাইকেল আরোহী নন্নী উত্তরবন্দ বাজুপাড়া গ্রামের আবু হানিফকে চাপা দেয়। এসময় আবু হানিফ বাইসাইকেলে রাস্তা পারাপার হচ্ছিলেন। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ও চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি নন্নী ইউনিয়ন পরিষদের জিম্মায় রয়েছে।

অন্যদিকে শনিবার বিকেল পৌণে চারটার দিকে পিকনিকে আসা একটি যাত্রীবাহী বাস গজনি পিকনিক স্পটে কসমেটিক্স মার্কেটের দিকে সাইড করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইসক্রিম বিক্রেতা আমের আলীর উপর উঠিয়ে দেয়। এতে বাস চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান আমের আলী। নিহত আমের আলী উপজেলার বন্ধ ভাটপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে। এদিকে দুর্ঘটনার পরপরই দায়িত্বরত পুলিশ বাস চালককে আটক ও বাসটিকে জব্দ করেছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।