• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হোক, দাবি তুলেছিলেন সালমান এফ রহমান

রবিবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। আইনজীবী বশির আহমেদের করা এক রিট মামলার নিষ্পত্তি করে ২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত দেয় হাইকোর্ট। আইনজীবী বশির আহমেদ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেছিলেন। এদিকে বছর তিনেক আগে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) সংসদে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার দাবি তুলেছিলেন। এজন্য তিনি প্রয়োজনে সংবিধান সংশোধনের দাবিও করেছিলেন।

২০১৯ সালের ১০ মার্চ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকালে এ দাবি তুলেছিলেন সালমান এফ রহমান। এটি ছিল সংসদ সদস্য হিসেবে তার প্রথম বক্তব্য। তার ওই দিনের বক্তব্যটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।
আইনজীবী বশির আহমেদ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেছিলেন।
জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার দাবি করে ঢাকা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছিলেন, ‘সংবিধান সংশোধন করে আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করেছি। ঠিক তেমনি সংবিধান সংশোধন করে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিতে হবে।’

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের ভাষণের প্রসঙ্গ টেনে সালমান এফ রহমান বলেছিলেন, ‘আমি মহামান্য রাষ্ট্রপতিকে বিশেষ করে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই এই জন্য যে, তিনি জয় বাংলা বলে উনার ভাষণটি শেষ করেছেন।’

তিনি বলেন, ‘নির্বাচনে আমাকে কিছু বিএনপি ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা সমর্থন করেছিল। নির্বাচনি সভায় তারা যখন তাদের বক্তব্য শেষ করলো, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বললো জয় বাংলা বলো, জয় বাংলা বলো। দেখলাম বিএনপি, জাতীয় পার্টির যারা আমাকে সমর্থন করেছিল তারা দ্বিধা করলো, লজ্জা পেলো। কিন্তু চাপে পড়ে জয় বাংলা বললো।’

পরে আমার বক্তব্য দেওয়ার সময় আমি বললাম, ‘আমি আশ্চর্য হচ্ছি এ জন্য যে আপনারা জয় বাংলা বলতে লজ্জা পাচ্ছেন কেন? জয় বাংলা বলতে দ্বিধা কেন? জয় বাংলা কিন্তু আওয়ামী লীগ অথবা দলীয় স্লোগান নয়। জয় বাংলা জাতীয় স্লোগান।’

বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ৭ মার্চের বক্তব্য জয় বাংলা বলে শেষ করেছিলেন উল্লেখ করে সালমান এফ রহমান বলেছিলেন, “আমরা জয় বাংলা স্লোগানের ওপর ছাত্র আন্দোলন করেছিলাম। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী জোর গলায় এ স্লোগান বললে পাকিস্তানি বাহিনীর বুক কাঁপতো। আর বলতো ‘মুক্তি আগেয়া’ ‘মুক্তি আগেয়া’। আমি বুঝি না জয় বাংলা দলীয় স্লোগান কী করে হলো। জয় বাংলা স্লোগানের ওপর আমরা স্বাধীনতা পেয়েছি। জয় বাংলা আমাদের দেশের স্লোগান।”

তিনি আরও বলেছিলেন, ‘অনেক সময় সরকারি অনুষ্ঠানে আমরা রাজনীতিবিদরা জয় বাংলা বলে শেষ করি। কিন্তু সরকারি কর্মকর্তারা ওই অনুষ্ঠানে জয় বাংলা বলেন না। আমি জিজ্ঞেস করেছি আপনারা জয় বাংলা বলেন না কেন? জবাবে ওনারা বলেন- আমরা তো সরকারি কর্মকর্তা, আমাদের নিরপেক্ষ থাকতে হবে। আমরা তো নির্দলীয়। যদি জয় বাংলা বলি, দলীয় হয়ে যাবো। যে দেশটি জয় বাংলা স্লোগানে স্বাধীন হয়েছে, যে স্বাধীনতার কারণে এই কর্মকর্তারা এই অবস্থানে যেতে পেরেছেন; স্বাধীনতার কারণে উনারা পদে আছেন; দেশ স্বাধীন না হলে এই পদে থাকতে পারতেন না; উনারা কী করে বলেন এটা দলীয় স্লোগান।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘রাষ্ট্রপতি তো জয় বাংলা বলে সংসদে তার ভাষণ শেষ করেছেন। তিনি কী দলীয় হলে গেলেন? তিনি কী আওয়ামী লীগের রাষ্ট্রপতি? সারা দেশের রাষ্ট্রপতি নন?’

সালমান এফ রহমান তার বক্তব্যে বলেছিলেন, ‘কয়েকটি খবরের কাগজ আছে যারা বঙ্গবন্ধু শব্দটি ব্যবহার করে না। এমনটি একটি পত্রিকা রয়েছে, আমাদের বর্তমান সংসদ সদস্যদের পরিবার হচ্ছেন তার মালিক। তারাও বঙ্গবন্ধু শব্দটি ব্যবহার করে না। শুধুই শেখ মুজিবুর রহমান লেখে। এটা খুবই দুঃখজনক।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।