• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকতে জামালপুরে বিএনপি,যুবদল সহ অঙ্গসহযোগী সংগঠনের ত্রাণ বিতরণ

সবীজ খান:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে করোনা সংকটে কর্মহীন ও দুস্থ ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা বিএনপি, জেলা যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের আয়োজনে শনিবার ৩০ মে দুপুরে শহরের তমালতলা মোড়ে এ কর্মসূচি পালিত হয়েছে।
এসময় জেলা বিএনপির সহ সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী  সিরাজুল হক। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ সভাপতি কাজী মশিউর রহমান।
এ কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা বিএনপির উপদেষ্টা বেলাল হোসেন, সিদ্দিকুর রহমান, সহ সভাপতি আনিছুর রহমান বিপ্লব, জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক এনামুল হক স্বপন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার, কেন্দ্রীয় জাসাসের শিল্প বিষয়ক সম্পাদক নাজমুল এহসান পিয়াস, জেলা জাসাসের সহ সভাপতি শাহিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের  সহ সভাপতি  আজাদ সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নিলু, আলতাব হোসেন, মোহাম্মদ মোস্তফা, মোবারক হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।