• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

জামালপুর ‘স্বাস্থ্যসম্মত জীবন-যাপন’ বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত

তানভীর আহমেদ হীরাঃ

জামালপুরে স্বাস্থ্যসম্মত জীবন-যাপন বিষয়ক একটি এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল সাড়ে ৪টায় জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং আজমেরী ইন্টারন্যাশনাল বেসরকারী কনসালটিং ফার্ম এর সহযোগিতায়, স্বাস্থ্যসম্মত জীবন-যাপন বিষয়ক একটি এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ আনিছুর রহমানের সঞ্চালনায় সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর থানার ওসি অপারেশন তরিকুল ইসলাম, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক তানভীর আহমেদ হীরা , অধ্যাপক তারিকুল ফেরদৌস বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এসময় স্বাস্থ্যসম্মত জীবন-যাপন বিষয়ে সার্বিক আলোচনা করা হয় । সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস তার বক্তব্যে বলেন, মানুষের দৈনন্দিন খাবারের পরির্বতন আনতে হবে, পরিমিত খাবার খেতে হবে, সুষম খাদ্য আহার করতে হবে । কায়িক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে। অতিরিক্ত শরীরের ওজন কমাতে হবে । একটি সুস্থ সুন্দর জীবন গড়তে মানুষকে অনিয়ম দুর করে নিয়মের ভিতর চলতে হবে ।

উল্লেখ্য যে, জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি এডভোকেসী সভা অনুষ্ঠিত হয় ।এবং ইউনিয়ন পর্যায়ে সরিষাবাড়ী উপজেলায় কামরাবাদ ইউনিয়নে সোনাকান্দর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আরও একটি এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।